‘লেডি সুপারস্টার’ তকমা নিয়ে মুখ খুললেন শুভশ্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮:২৮, ৩০ অক্টোবর ২০২৫
ভারতের কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী আবারও আসছেন নতুন রূপে—একজন সাহসী ক্রাইম জার্নালিস্ট হিসেবে। অদিতি রায় পরিচালিত তার নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’ মুক্তির অপেক্ষায় রয়েছে, যেখানে শুভশ্রী অভিনয় করেছেন অনুমিতা নামের এক অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায়।
সিরিজটির গল্প আবর্তিত হয়েছে এক মহিলা সংশোধনাগারকে কেন্দ্র করে, যেখানে রহস্যজনকভাবে একাধিক বন্দি অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন, অথচ সেখানে কোনো পুরুষের প্রবেশাধিকারই নেই। এই রহস্যের জট খোলার দায়িত্ব পড়েছে সাংবাদিক অনুমিতার ওপর। শুভশ্রীর ভাষায়, ‘এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। ছোট ছোট করে খবর এসেছে, কিন্তু আলোচনা হয়নি। আমরা শিল্পী, তাই আমাদের প্রতিবাদের মাধ্যম আলাদা।’
শুভশ্রীকে প্রায়ই গণমাধ্যম ও ভক্তরা ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন। তবে এই তকমা নিয়ে তিনি নিজেই প্রশ্ন তুলেছেন।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন—‘আমাকেই অনেকে লেডি সুপারস্টার বলেন। কিন্তু কখনও শুনেছেন কোনো অভিনেত্রীকে শুধু সুপারস্টার বলা হয়? এটা আমাদের মানসিকতা। হয়তো ধীরে ধীরে বদলাবে।’
এর আগে শুভশ্রীর ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ অনবদ্য অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। নতুন সিরিজ ‘অনুসন্ধান’ আগামী ৭ নভেম্বর হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
