সোনালী ব্যাংকে ২২৬ জন নিয়োগ
চাকরি ডেস্ক
প্রকাশ: ২০:৩১, ৩০ অক্টোবর ২০২৫
 
						
									বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সোনালী ব্যাংক পিএলসি-তে অফিসার (সাধারণ) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে মোট ২২৬ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। দেশের যেকোনো জেলার স্থায়ী নাগরিকরা নির্ধারিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
চাকরির বিস্তারিত এক নজরে
প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক পিএলসি
নিয়োগকারী সংস্থা: ব্যাংকার্স সিলেকশন কমিটি, বাংলাদেশ ব্যাংক
পদের নাম: অফিসার (সাধারণ)
পদসংখ্যা: ১টি
মোট লোকবল: ২২৬ জন
চাকরির ধরন: সরকারি
প্রকাশের তারিখ: ২৮ অক্টোবর ২০২৫
আবেদন শুরুর তারিখ: ২৮ অক্টোবর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫
আবেদনের মাধ্যম: অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট: www.sonalibank.com.bd
যোগ্যতা ও শর্তাবলি
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব সকল পরীক্ষার অন্তত একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর পর্যন্ত।
আবেদন ফি: ২০০ টাকা (আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে)।
বেতন ও সুবিধা
সরকারি বেতন স্কেল অনুযায়ী ১৬,০০০–৩৮,৬৪০ টাকা পর্যন্ত বেতন এবং তৎসহ নিয়মানুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে।
কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ব্যাংকার্স সিলেকশন কমিটির ওয়েবসাইটের মাধ্যমে।
 

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													