বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

তুরস্কের অনুরোধে ফের আলোচনায় আফগানিস্তান–পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ২১:০২, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:৪৯, ৩০ অক্টোবর ২০২৫

তুরস্কের অনুরোধে ফের আলোচনায় আফগানিস্তান–পাকিস্তান

তুরস্কের আহ্বানে আবারও আলোচনার টেবিলে বসছে আফগানিস্তান ও পাকিস্তান। টানা চার দিনের ব্যর্থ বৈঠকের পর দুই দেশের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তা প্রশমনে এবার কূটনৈতিক উদ্যোগ নিয়েছে তুরস্ক ও কাতার।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইস্তাম্বুলে নতুন রাউন্ডের এই আলোচনায় দুই দেশের প্রতিনিধিদল উপস্থিত থাকছে। মূল উদ্দেশ্য—সীমান্ত এলাকায় চলমান সংঘাত ও সন্ত্রাসবাদের অভিযোগে উত্তেজনা নিরসন।

গত ৯ অক্টোবর আফগানিস্তানের কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদের দাবি— হামলার লক্ষ্য ছিল তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর শীর্ষ নেতা।

তবে হামলার পর আফগান সেনারা সীমান্তে পাল্টা আক্রমণ চালালে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। দুই দেশেই হতাহতের ঘটনা ঘটে।

সংঘর্ষের পর কাতার ও তুরস্কের উদ্যোগে প্রথমে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। পরে দোহা ও ইস্তাম্বুলে দু’দফা আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সমাধান মেলেনি।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে তারা সংলাপ অব্যাহত রাখার পক্ষে। কাতারও একই আহ্বান জানিয়েছে।

এক পাকিস্তানি কর্মকর্তা আল-জাজিরাকে বলেন, ‘আমরা আফগান মাটি যেন পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার না হয়, সে বিষয়েই জোর দিয়েছি। তুরস্কের ভূমিকা আমরা স্বাগত জানাই এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

পাকিস্তানের অভিযোগ, টিটিপি সন্ত্রাসীরা আফগান সীমান্ত ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায় এবং তালেবান সরকার তাদের আশ্রয় দেয়।

অন্যদিকে আফগানিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা হয়নি; শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই আমরা আলোচনা চাই।’

গত সপ্তাহে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেন, ‘তালেবান নেতাদের আবার গুহায় পাঠাতে আমরা বাধ্য হব যদি আলোচনা ব্যর্থ হয়।’

এই মন্তব্যের পর সীমান্তে আবার উত্তেজনা বাড়ে, যা অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স, এপি

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ আসলে ‘নোট অব চিটিং’: নাসীরুদ্দীন
এনসিপিকে ‘বাচ্চাদের’ দল হিসেবে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা
শাপলা প্রতীক প্রশ্নে আপসহীন এনসিপি: নাসীরুদ্দীন
কোনো দলের দাবিতে নয়, তালিকা সংশোধনে ‘শাপলা কলি’: ইসি সচিব
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নিয়ে এনসিপির ক্ষোভ
এ মাসে ডেঙ্গু রোগী ২২ হাজার ছাড়াল, মৃত্যু ৮০
ঐকমত্যে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে: এবি পার্টি
আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত
জুলাই শহীদদের লাশ শনাক্তে আসছেন বিদেশি বিশেষজ্ঞ
নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা
গুম কমিশন গঠন হচ্ছে না, দায়িত্ব পালন করবে মানবাধিকার কমিশন : আইন উপদেষ্টা
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে
জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার
চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত
আমিরাতে লটারিতে বাংলাদেশি বিক্রয়কর্মীর ভাগ্য খুলল: জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
ঐতিহ্য মেনেই ১ ফেব্রুয়ারি একুশের বইমেলা আয়োজন করতে হবে: একুশে বইমেলা সংগ্রাম পরিষদ
জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না : আসিফ নজরুল
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা- রিজভী
শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ: উপদেষ্টা বশিরউদ্দীন