বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

গাজায় শান্তিরক্ষা বহরে পাকিস্তানের সেনা- ট্রাম্পের মধ্যস্থতায় সম্ভাব্য অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৩, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৩৬, ৩০ অক্টোবর ২০২৫

গাজায় শান্তিরক্ষা বহরে পাকিস্তানের সেনা- ট্রাম্পের মধ্যস্থতায় সম্ভাব্য অংশগ্রহণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চালু হওয়া যুদ্ধবিরতির প্রেক্ষিতে গাজা অঞ্চলে শান্তি রক্ষার একটি বহর গঠন করার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনায় অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে পাকিস্তান, যার তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে সংসদ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পরামর্শ হবে। তিনি বলেন — “যদি পাকিস্তানকে এই মিশনে অংশগ্রহণ করতে হয়, তাহলে এটা আমাদের জন্য গর্বের বিষয় হবে।”

বৃহত্তর প্রেক্ষাপটে, যুদ্ধবহির্ভূত দুই বছরের দীর্ঘ সময়ে গাজা অঞ্চলে চলমান সংঘর্ষের পর ট্রাম্প একটি মধ্যস্থতাকারী চুক্তি আনে। তার অন্যতম মৌলিক শর্ত ছিল নিহতদের দেহাবশেষ হস্তান্তর ও বন্দিদের মুক্তি, পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীল বাহর গঠনের আহ্বানও করা হয়েছে। পাকিস্তান এই প্রস্তাবে সেনা পাঠানোর সম্ভাবনা প্রকাশ করেছে; তবে উল্লেখ্য — এখনও কোন দেশ এই বহরে সৈন্য পাঠিয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এই ঘটনার আলোকে পাকিস্তান ও মধ্যপ্রাচ্য-রাজনীতিতে একটি নতুন মাত্রা দেখা দিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্ত করে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে — পাকিস্তান-ভারত সংঘর্ষে মধ্যস্থতায় তার ভূমিকার জন্য।

অতীতের যুক্তি, ভূমিকা ও মিশনের দায়িত্বের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত রাজনৈতিক, কূটনৈতিক ও মানবিক দিক থেকে ব্যাপক আলোচনার বিষয়। পাকিস্তানের এই উদ্যোগ কেবল সামরিক নয় — ভূরাজনৈতিক ও গ্লোবাল শান্তি প্রক্রিয়ায় একটি সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন