বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

নাসীরুদ্দীন পাটওয়ারী

 ‘বিএনপি-জামায়াত কুতর্ক করছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:১০, ৩০ অক্টোবর ২০২৫

 ‘বিএনপি-জামায়াত কুতর্ক করছে’

বিএনপি ও জামায়াতে ইসলামী ‘কুতর্ক’ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দলের নেতাদের উদ্দেশে বলেছেন, কুতর্ক বাদ দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরিতে এগিয়ে আসুন। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অস্পষ্টতার মধ্যদিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারবো না। গণভোট আগে হবে, না হবে এটা জামায়াত ও বিএনপির কুতর্ক। এটা থেকে বেরিয়ে তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। 

এনসিপির এই নেতা আরও বলেন, অস্পষ্টতার মধ্যদিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারবো না। গণভোট আগে হবে, না হবে এটা জামায়াত ও বিএনপির কুতর্ক। এটা থেকে বেরিয়ে তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মধ্যদিয়ে। বিএনপি যদি ‘না’ ভোটে স্ট্রিক্ট থাকে, তাহলে বিএনপির মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্যদিয়ে। বিএনপি একটি বড় দল, আমরা বলবো, ‘না’ ভোটের মধ্যদিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না।

জামায়াতের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, আপার হাউজের পিআর, লোয়ার হাউজে এনে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন। কিন্তু গণভোট প্রশ্ন জামায়াত একসময় বিএনপির সঙ্গে একত্র হয়ে যাবে। তারা দুই দল মিলে আসলে কুতর্ক করছে।
 
এ সময় সংস্কার কমিশনের সুপারিশমালার ড্রাফট প্রকাশ্যে আনারও দাবি জানান এনসিপির মুখ্য সমন্বয়ক।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

দেশীয় পর্যবেক্ষকদের জন্য নতুন নীতিমালা জারি করল নির্বাচন কমিশন
জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার এই সরকারের নেই: বিএনপি মহাসচিব
‘বিএনপি-জামায়াত কুতর্ক করছে’-নাসীরুদ্দীন পাটওয়ারী
জুলাই সনদের সুপারিশ একপেশে, জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মিথ্যা তথ্যে স্বীকৃতি: ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল
নির্বাচন বানচালে বড় শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উপদেষ্টা
কমিশনের সুপারিশে জুলাই সনদের পূর্ণ প্রতিফলন নেই: সালাহউদ্দিন
ঐকমত্য কমিশনের বিরুদ্ধে ফখরুলের অভিযোগ- ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়া প্রতারণা
গণভোট দেরি হলে নির্বাচন পেছানোর আশঙ্কা: পরওয়ার
নির্বাচনী প্রচারে ৭ নির্দেশনা ইসির
মেট্রোরেল দুর্ঘটনা: ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন, নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণে রুল