নাসার নজরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:০৩, ৩০ অক্টোবর ২০২৫
ফাইল ছবি
এক্সিম ব্যাংকের বিপুল অঙ্কের ঋণ কেলেঙ্কারির ঘটনায় নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে এই অনুমতি দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অর্থ আত্মসাৎ সংক্রান্ত পৃথক দুটি মামলায় তদন্ত কর্মকর্তারা নাসার নজরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। আদালত শুনানি শেষে দুদককে দুই দিনের অনুমতি দেন।
এর আগে, গত বছরের ১ অক্টোবর রাতে রাজধানীর গুলশান থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
দুই মামলায় অভিযোগের পরিমাণ ১,৪৭৩ কোটি টাকা!
প্রথম মামলায় অভিযোগ রয়েছে— আসামিরা ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৭৪৯ টাকা আত্মসাৎ করেছেন।
অভিযোগে বলা হয়, ঋণ অনুমোদন ও বিতরণের প্রক্রিয়ায় অসৎ উদ্দেশ্যে যোগসাজশ করে এ অর্থ আত্মসাৎ করা হয়, যা পরবর্তীতে মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিভিন্ন হিসাবে স্থানান্তর ও রূপান্তর করা হয়।
অন্য মামলায় অভিযোগ, নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জন আসামি একইভাবে ৬১৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন। এই অর্থও বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর ও ছদ্মবেশে রূপান্তরের মাধ্যমে বৈধ করার চেষ্টা করা হয়।
উভয় মামলাই বর্তমানে তদন্তাধীন বলে জানিয়েছে দুদক। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, “মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নজরুল ইসলাম মজুমদারকে সরাসরি জিজ্ঞাসাবাদ করা অপরিহার্য।”
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার দীর্ঘদিন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংক খাতের প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে তিনি আলোচনায় ছিলেন দীর্ঘ সময়। তবে সাম্প্রতিক বছরগুলোতে তার বিরুদ্ধে একাধিক ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।
দুদকের এই নতুন পদক্ষেপের মধ্য দিয়ে নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের আলোচিত কেলেঙ্কারির তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
