বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৩ কার্তিক ১৪৩২

অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন, পলাতক দেখিয়ে রায় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:০৫, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:১০, ২৮ অক্টোবর ২০২৫

অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন, পলাতক দেখিয়ে রায় ঘোষণা

অবৈধভাবে গুলিসহ বিদেশি পিস্তল রাখার দায়ে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ মামলার রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত আলী জানান, সম্রাটকে পলাতক দেখিয়ে তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়েছে।

এটি সম্রাটের বিরুদ্ধে প্রথম রায়। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থপাচারসহ আরও কয়েকটি মামলা চলমান রয়েছে।

২০১৯ সালের সেপ্টেম্বরে ঢাকার মতিঝিল ক্লাবপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চক্রের কার্যক্রম প্রকাশ্যে আসার পর সম্রাট আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে ৭ অক্টোবর ২০১৯ কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

সেদিন বিকেলে সম্রাটকে নিয়ে কাকরাইলের ভূঁইয়া ট্রেড সেন্টারে তার কার্যালয়ে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি, ১১৬০টি ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ, দুটি ক্যাঙ্গারুর চামড়া ও নির্যাতনের বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওই ঘটনায় র‌্যাব সদস্য আব্দুল খালেক রমনা থানায় দুটি মামলা করেন—একটি অস্ত্র আইনে ও অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে।

২০২০ সালের ৬ নভেম্বর অস্ত্র মামলায় এবং ৯ ডিসেম্বর মাদক মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

চলতি বছরের ১৬ জানুয়ারি অস্ত্র মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। সম্রাট আদালতে উপস্থিত না হওয়ায় তার জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তবে সম্রাটকে গ্রেপ্তার না করতে পারায় তাকে পলাতক দেখিয়ে বিচার কাজ সম্পন্ন হয়। মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১০ জন সাক্ষ্য দেন। গত ৭ অক্টোবর যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার জন্য ২৮ অক্টোবর তারিখ নির্ধারণ করে।

এর আগে, অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত ১৭ জুলাই অভিযোগ গঠন করা হয়।

এছাড়া ১৯৫ কোটি টাকা পাচারের মামলায়ও তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তিন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা শোকজ নয়, তথ্য চাওয়া হয়েছে
স্বর্ণের দামে বড় পতন এক দিনে ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি
পররাষ্ট্র উপদেষ্টা অবাক হলেন ভারতের পররাষ্ট্রসচিবকে পাল্টা প্রশ্ন না করায়
১০ রেফারির বাজি প্রায় ২০ হাজার ম্যাচে...!
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে
ব্যানার ছেঁড়ার জেরে বন্দুকযুদ্ধ: চট্টগ্রামের ছাত্রদল কর্মী নিহত, আহত ১৫ জন
অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট