ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মন্থা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৮, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৪:১৬, ২৯ অক্টোবর ২০২৫
বঙ্গোপসাগরে সৃষ্টি প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে। রাজ্যের কাকিনাডা উপকূলে মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় এটি আঘাত হানে বলে জানিয়েছে ইন্ডিয়া মিটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)।
এর ফলে সাগর আগের চেয়ে শান্ত হওয়ায় বাংলাদেশে চার সমুদ্র বন্দরকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে৷ তবে মাছ ধরার ট্রলার ও নৌকাকে বুধবার বিকাল পর্যন্ত সাবিধানে চলাচল করতে বলা হয়েছে
মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্যরাতে (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে।
এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে ২৯ অক্টোবর পর্যন্ত সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
আইএমডির পূর্বাভাসে বলা হয়েছিল, অন্ধ্রপ্রদেশের মাছিলিপাত্নাম এবং কলিঙ্গপত্নম এর মাঝ দিয়ে স্থলভাগে মন্থার আঘাত চলতে পারে তিন থেকে চার ঘণ্টাব্যাপী। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত। এটি দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
অন্ধ্রপ্রদেশ সরকার উপদ্রুত এলাকাগুলোতে যান চলাচলের ওপর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন বুধবার সকাল ৬টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা যায়।
রাজ্য সরকার ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষের সহায়তায় অন্ধ্রপ্রদেশ জুড়ে ৮০০- এরও বেশি ত্রাণকেন্দ্র চালু করেছে। ঘূর্ণিঝড় মন্থার স্থলভাগে আছড়ে পড়ার পূর্বপ্রস্তুতি হিসেবে রাজ্যের গর্ভবতী নারীদেরও নিরাপত্তার জন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
দুর্যোগে ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য কাকিনাডা জেলায় ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স মোতায়েন করেছে রাজ্য সরকার। ওই এলাকায় ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য এক হাজার ইলেট্রিশিয়ানকে প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি বিশেষ পরিস্থিতিতে সাহায্যের জন্য উদ্ধারকারী নৌকাসহ ১৪০ জন সাঁতারুকেও মোতায়েন করা হয়েছে কাকিনাডাতে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালেই জানিয়েছিল, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্থা’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার রাতে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে বাংলাদেশে তেমন কোনো বড় ধরনের প্রভাব পড়বে না বলেও জানিয়েছিল আবহাওয়া অফিস।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
