উখিয়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মোটরসাইকেল জব্দ
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৪, ২৯ অক্টোবর ২০২৫
কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে দুই যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার সকালে ৬৪ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার বিকালে টেকনাফের উনচিপ্রাং এলাকা থেকে উখিয়ার পালংখালীমুখী একটি মোটরসাইকেলে অভিযান চালায় বিজিবি।
গ্রেফতারকৃতরা হলেন—উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের জাহেদ আলমের ছেলে মোহাম্মদ শাকিল (১৯) এবং আঞ্জুমান পাড়া গ্রামের সামসুল আলমের ছেলে মোঃ শামীমুল ইসলাম (২০)।
বিজিবি সূত্র জানায়, হোয়াইক্যং বিওপি’র চেকপোস্টের কাছে টহলদল মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় শাকিলের প্যান্টের বাম পকেটে টিস্যুতে মোড়ানো একটি নীল বায়ুরোধী প্যাকেট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, উদ্ধারকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বহন করছিল। তবে মোটরসাইকেল থেকে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন,“মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন,“বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান দমনেও সমানভাবে তৎপর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
