জিয়া পরিবার মানুষের সব দুর্যোগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে
রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫৬, ২৮ অক্টোবর ২০২৫
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, জিয়া পরিবার এদেশের মানুষের প্রতিটি দুর্যোগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
শহীদ জিয়াউর রহমান এদেশের মানুষকে স্বাধীনতা দিতে লড়াই করেছিলেন । শহীদ জিয়াউর রহমানের ডাকেই আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম।
মঙ্গলবার বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় র্যালীটি ঢাকা-সিলেট মহাসড়কসহ রূপসি কাঞ্চন সড়ক হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় তিনি আরো বলেন, শহীদ জিয়ার মৃত্যুর পর স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে খালেদা জিয়ার নেতৃত্বে আমি আন্দোলনে ছিলাম। স্বাধীনতার শত্রুরা জিয়াউর রহমানকে হত্যা করেছে। জিয়াউর রহমানকে শারীরিকভাবে হত্যা করলেও তিনি এ দেশের মানুষের হৃদয়ের মাঝে রয়ে গেছেন। আজকের যুবদল নেতারাই আগামী দিনের বিএনপির নেতৃত্ব দিবে। আপনারা নেতৃত্ব দিতে চাইলে মানুষের বন্ধু হিসেবে নিজেকে তৈরি করতে হবে। একজন সন্ত্রাসীকে মানুষ ভয়ে সালাম দেয় ভালো মানুষকে ভালোবেসে সালাম দেয়। নেতা হতে হলে আগে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।
তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, তারাও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মতিন, যুবদল নেতা মোকলেছ সাউদ, যুবদল নেতা খোরশেদ প্রধান, মনজুর হোসেন, জাহাঙ্গীর মোল্লা, আকতার মিয়া, শামীম বাদশা, নোমান বেপারিসহ আরো অনেকে।
