বকেয়া বেতন-ভাতা দাবিতে রূপগঞ্জে মহাসড়ক অবরোধ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭:১৪, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:০৮, ২৯ অক্টোবর ২০২৫
বকেয়া বেতন ও ভাতার দাবিতে প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-সিলেট মহাসড়ক। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে আরিয়াবো এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এতে দুই ঘণ্টারও বেশি সময় ধরে সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
চার মাসের বকেয়া মজুরি না পেয়ে ক্ষোভ
প্রিমিয়ার স্টিল রোলিং মিলস লিমিটেডে প্রায় দুই শতাধিক শ্রমিক-কর্মচারী কাজ করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত চার মাস ধরে বেতন-ভাতা বকেয়া রেখে মালিকপক্ষ ‘দিচ্ছি-দিচ্ছি’ বলে ঘুরিয়ে আসছেন। ফলে অনেক শ্রমিক সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। দোকান থেকে বাকিতে সদাই বন্ধ, বাড়িওয়ালাদের চাপ, এমন অবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছেন।
এক শ্রমিক বলেন, `আমরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। দোকানদাররা আর বাকিতে কিছু দিচ্ছে না। বাড়িওয়ালারা ভাড়া চাইছে। বেতন না পেলে বাচ্চাদের খাওয়াব কী?’
আশ্বাসে ক্ষুব্ধ শ্রমিকদের রাস্তায় নেমে আসা
বুধবার সকালে মালিকপক্ষ শ্রমিকদের ২০ দিনের বকেয়া ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন। পরে তারা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন এবং দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ গড়ে তোলেন। বিক্ষোভকারীরা টায়ারে আগুন ধরিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক বন্ধ করে দেন।
দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবরোধ চলায় রূপগঞ্জ থেকে সিলেটগামী এবং ঢাকামুখী হাজারো যানবাহন আটকে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসে।
প্রশাসনের আশ্বাসে স্বস্তি ফেরে
কারখানার ঠিকাদার মিন্টু মিয়া বলেন, `আমরা এক মাসের বেতন পরিশোধের উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু শ্রমিকরা পুরো পাওনা দাবি করছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করছি।‘
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, `শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা চলছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।‘
