আকবরের নেতৃত্বে হংকং সিক্সেসে বাংলাদেশ দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:১৭, ২৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশ ক্রিকেট দল হংকং সিক্সেস ২০২৫ আসরে অংশ নিতে যাচ্ছে উইকেটকিপার ব্যাটার আকবর আলীর নেতৃত্বে। আগামী ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কুং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই স্বল্প ফরম্যাটের টুর্নামেন্টটি।
২০২০ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ জিতেছিল নিজেদের একমাত্র আইসিসি শিরোপা। সেই সাফল্যের পাঁচ বছর পর আবারও জাতীয় রঙে দলের নেতৃত্বে ফিরছেন তিনি।
এবারের দলে অভিজ্ঞতার ছোঁয়া যোগ হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে। তিন ফরম্যাটে বাংলাদেশের হয়ে ৮০ আন্তর্জাতিক ম্যাচ খেলা মোসাদ্দেক হোসেনের অন্তর্ভুক্তি দলকে বাড়তি ভারসাম্য দেবে বলে মনে করছে ক্রিকেট বোর্ড।
গত আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার সেই সাফল্যের ধারা আরও এক ধাপ এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ টাইগাররা।
অভিজ্ঞ আবু হায়দার রনি আবারও ফিরেছেন দলে। ওপেনার জিশান আলমও আছেন—গত আসরে ৪ ম্যাচে ১৫২ রান ও ৬ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও পেস অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হানও রয়েছেন স্কোয়াডে।
বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াড :আকবর আলী (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, জিশান আলম, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ রায়হান।
বাংলাদেশ এখনও পর্যন্ত হংকং সিক্সেসের শিরোপা জিততে পারেনি। তবে ক্রিকেট বোর্ড আশা করছে, আকবরের নেতৃত্বে এ বছর ইতিহাস লেখা সম্ভব হবে।
