বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

চুক্তি সইয়ে ‘না’, ব্যাখ্যা চাইলেন রিজওয়ান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪:৩৪, ২৯ অক্টোবর ২০২৫

চুক্তি সইয়ে ‘না’, ব্যাখ্যা চাইলেন রিজওয়ান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তি প্রস্তাবের ওপর স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তবে এটি নিছক অনীহা নয়—রিজওয়ান আগে জানতে চেয়েছেন, কী কারণে তাঁকে হঠাৎ করে টি–টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হলো। বোর্ডের কাছে তিনি সরাসরি সেই সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়েছেন।

পিসিবি সূত্রে জানা গেছে, রিজওয়ান চুক্তিতে স্বাক্ষরের আগে বেশ কিছু শর্ত তুলে ধরেছেন। তাঁর মূল প্রশ্ন—জাতীয় টি–টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার পেছনে যুক্তি কী ছিল, এবং নির্বাচকরা এই সিদ্ধান্ত কীভাবে নিয়েছেন। তিনি বোর্ডকে লিখিতভাবে এই বিষয়ে বিস্তারিত জানাতে বলেছেন।

সূত্র আরও জানিয়েছে, ২০২৫–২৬ মৌসুমের জন্য রিজওয়ানকে ‘বি ক্যাটাগরিতে’ রাখা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তিনি সেই প্রস্তাবে সই করেননি। অন্যদিকে, কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত ২৯ জন ক্রিকেটার ইতোমধ্যেই বোর্ডের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছেন।

পিসিবির পক্ষ থেকে রিজওয়ানের শর্ত বা দাবির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেওয়া হয়নি। তবে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, রিজওয়ানের এই অবস্থান পাকিস্তান দলে চলমান দ্বন্দ্ব ও নির্বাচক কমিটির স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

দলের গোলটেবিল বৈঠকে সালাহউদ্দিন: কমিশনের সুপারিশে ‘জুলাই সনদের পূর্ণ প্রতিফলন নেই’
ঐকমত্য কমিশনের বিরুদ্ধে ফখরুলের অভিযোগ- ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়া প্রতারণা
ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ দল, থাকছে নভেম্বরে গণভোটের দাবি
গণভোট দেরি হলে নির্বাচন পেছানোর আশঙ্কা: পরওয়ার
নির্বাচনি প্রচারণায় রাজনৈতিক দলের জন্য ৭ কঠোর নির্দেশনা
মেট্রোরেল দুর্ঘটনা: ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের রুল
এলএসি নিয়ে ইতিবাচক আলোচনায় ভারত-চীন
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দাবিতে পঞ্চম দিনের শুনানি চলছে
তিন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা শোকজ নয়, তথ্য চাওয়া হয়েছে
স্বর্ণের দামে বড় পতন এক দিনে ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি
পররাষ্ট্র উপদেষ্টা অবাক হলেন ভারতের পররাষ্ট্রসচিবকে পাল্টা প্রশ্ন না করায়
১০ রেফারির বাজি প্রায় ২০ হাজার ম্যাচে...!
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে
ব্যানার ছেঁড়ার জেরে বন্দুকযুদ্ধ: চট্টগ্রামের ছাত্রদল কর্মী নিহত, আহত ১৫ জন
অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের