ইন্টার মিলানের স্প্যানিশ গোলরক্ষকের গাড়ির ধাক্কায় এক হুইলচেয়ার আরোহীর মৃত্যু
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:৫২, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:৫২, ২৯ অক্টোবর ২০২৫
ইতালির কোমো প্রদেশে ইন্টার মিলানের স্প্যানিশ গোলকিপার জোসেপ মার্টিনেজের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন ৮১ বছর বয়সী এক হুইলচেয়ার আরোহী।
রয়টার্সকে ইতালীয় পুলিশ বার্তা সংস্থা জানায়, ”গোলকিপার মার্টিনেজ ইন্টার মিলানের অ্যাপিয়ানো জেনটিলে প্রশিক্ষণ কেন্দ্রে যাচ্ছিলেন। কোমো প্রদেশে রাস্তার পাশে সাইকেলের লেনে এক বৈদ্যুতিক হুইলচেয়ারের সঙ্গে ধাক্কা খায় তাঁর গাড়িটি। হুইলচেয়ারটি তাঁর লেনে চলে আসায় দূর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে মার্টিনেজ গাড়ি থামিয়ে জরুরি সেবায় কল করেন এবং লোকটিতে সাহায্য করার জন্য অ্যাম্বুলেন্স ডাকেন। কিন্তু অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই ব্যক্তিটির মৃত্যু হয়।”
দূর্ঘটনায় মার্টিনেজ সুস্থ আছেন। তবে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। রক্তে অ্যালকোহল ও মাদকের উপস্থিতি নির্ণয়ের জন্য নিকটস্থ হাসপাতালে পরীক্ষা করা হয় এই গোলকিপারকে।
দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ব্রেকিং দূরত্ব এবং গাড়ির প্রাথমিক গতি পরীক্ষার জন্য পুলিশ রাস্তার টায়ার মার্ক পরীক্ষা করছে।
দুর্ঘটনার পর বুধবার ফিওরেন্টিনার বিপক্ষে সিরি‘আ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন বাতিল করেছে ইন্টার মিলান। এই দুর্ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি ক্লাবটি।
২০২৪ সালে জেনোয়া থেকে ইন্টার মিলানে যোগ দেওয়া ২৭ বছর বয়সী স্পেনের এই গোলরক্ষক এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১২টি ম্যাচ খেলেছেন। মার্তিনেজ এর আগে লাস পালমাস ও আরবি লাইপজিগের হয়েও খেলেছেন।
