বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

১৩ টুর্নামেন্টে শিরোপাহীন রোনালদো

সৌদি ফুটবলে হতাশার আরেক অধ্যায়!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮:২০, ২৯ অক্টোবর ২০২৫

সৌদি ফুটবলে হতাশার আরেক অধ্যায়!

৪০ বছর বয়স পেরিয়ে গেলেও খেলার প্রতি ক্রিশ্চিয়ানো রোনালদোর নিবেদন আজও অনবদ্য। মাঠে আগের মতো ঝলমলে গতি না থাকলেও তার উপস্থিতিই দর্শকভরা গ্যালারিকে উত্তেজিত রাখে। কিন্তু ইউরোপীয় গৌরবময় অধ্যায় পেরিয়ে সৌদি আরবে যোগ দেওয়ার পর ভাগ্য যেন আর তার সহায় হচ্ছে না।

সৌদি ক্লাব আল নাসর-এর জার্সিতে এখন পর্যন্ত ১৩টি টুর্নামেন্ট খেলেছেন রোনালদো। তবু কোনো শিরোপা স্পর্শ করতে পারেননি এই পর্তুগিজ মহাতারকা। সর্বশেষ কিং কাপের শেষ ষোলোতে আল ইত্তিহাদের কাছে ২–১ গোলে হেরে তার দলের স্বপ্ন আবারও চূর্ণ হলো।

এই ম্যাচে প্রতিপক্ষের হয়ে জালের দেখা পান রোনালদোর সাবেক রিয়াল সতীর্থ করিম বেনজেমা, যিনি এখন ইত্তিহাদের প্রধান ভরসা। বেনজেমার গোলে প্রথমার্ধে এগিয়ে যায় ইত্তিহাদ। আল নাসর সমতা ফেরালেও দ্বিতীয়ার্ধে হুসেম আওয়ারের গোলে ফের পিছিয়ে পড়ে তারা। যদিও ৪৯ মিনিটে ইত্তিহাদের আহমেদ আল-জুলায়দান লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, তবু সংখ্যায় এগিয়ে থেকেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন রোনালদোরা।

ফ্রি-কিক থেকে গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো, কিন্তু বল গিয়ে লাগে প্রতিপক্ষের মানব দেওয়ালে। পুরো ম্যাচে পাঁচটি শটের মধ্যে মাত্র একবারই টার্গেটে রাখতে পেরেছেন তিনি। ফলে আরেকটি রাত যোগ হলো তার ‘শিরোপাহীন অধ্যায়’-এর দীর্ঘ তালিকায়।

আল নাসরে রোনালদোর ব্যর্থ অধ্যায়

২০২৩ সালের শুরুতে বিশ্বকে চমকে দিয়ে সৌদি ক্লাব আল নাসর-এ যোগ দেন রোনালদো। এরপর থেকে দলটি খেলেছে ৩টি সৌদি প্রো লিগ, ৪টি কিং কাপ, ৪টি সুপার কাপ এবং ২টি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ—সবগুলোতেই ব্যর্থতা।

তবে এখনো মৌসুম শেষ হয়নি। প্রো লিগে এখন পর্যন্ত সব ম্যাচ জিতে শীর্ষে আছে আল নাসর, আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ–২ এও অপরাজিত। তাই রোনালদোর সামনে এখনো সুযোগ আছে শিরোপা-খরা কাটানোর।

যদিও ২০২৩ সালে তিনি আরব ক্লাব কাপ জিতেছিলেন, কিন্তু সেটি ফিফা স্বীকৃত ট্রফি নয়। ফলে সৌদি অধ্যায়ে এখনো কোনো অফিসিয়াল শিরোপার ছোঁয়া পাননি রোনালদো।

বিশ্লেষকদের মতে, সৌদি ফুটবলে রোনালদোর উপস্থিতি বাণিজ্যিক সাফল্য এনে দিলেও, মাঠের সাফল্যে তা প্রতিফলিত হচ্ছে না। অন্যদিকে, তার সাবেক সতীর্থ বেনজেমা বা মানেরা নিজেদের ছন্দে খেলছেন। ফলে প্রশ্ন উঠছে—৪০ পেরিয়েও কি আরেকবার ট্রফি উঁচিয়ে ধরতে পারবেন সিআর৭?

রোনালদো ভক্তদের প্রত্যাশা, শেষ পর্যন্ত তিনি প্রমাণ করবেন—‘লিজেন্ডদের কখনো শেষ হয় না, তারা কেবল গল্প বদলায়।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন