বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

এক যুগ পর ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের উল্লাসে নিউজিল্যান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯:৩৮, ২৯ অক্টোবর ২০২৫

এক যুগ পর ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের উল্লাসে নিউজিল্যান

দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। বুধবার (২৯ অক্টোবর) হ্যামিল্টনে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে কিউইরা ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২–০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়। এতে ২০১৩ সালের পর আবারও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল ব্ল্যাকক্যাপসরা।

প্রথমে টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ব্যর্থ হয় কিউই বোলারদের সামনে দাঁড়াতে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় ৩৬ ওভারে থেমে যায় তাদের ইনিংস ১৭৫ রানে। জেমি ওভারটন সর্বোচ্চ ৪২ রান করেন, ব্রুক ৩৪ ও কারান ১৭ রান যোগ করেন। নিউজিল্যান্ড পেসার ব্লেয়ার টিকনার ৮ ওভারে ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং করেন এবং শেষ পর্যন্ত ম্যাচ সেরার পুরস্কার পান।

জবাবে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ইনিংসের চতুর্থ বলেই আউট হন ওপেনার উইল ইয়ং। তবে তৃতীয় উইকেটে রাচিন রবীন্দ্র (৫৪) ও ড্যারিল মিচেল (৫৬) মিলে গড়েন ৬৩ রানের জুটি, যা দলকে জয়ের পথে ফেরায়। পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও অধিনায়ক মিচেল স্যান্টনার ১৭ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১০১ বল হাতে রেখেই নিউজিল্যান্ড ম্যাচ জিতে নেয়।

ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার ২৩ রানে ৩ উইকেট নেন, কিন্তু তাতে লাভ হয়নি দলের। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর ওয়েলিংটনে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন