বিপিএল স্পট ফিক্সিং, তদন্তের চূড়ান্ত প্রতিবেদন বিসিবি’র হাতে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:২২, ২৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত আগস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে তদন্ত শুরু করে এবং তিন সদস্যের তদন্ত কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়। গত মঙ্গলবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, তদন্তের চূড়ান্ত প্রতিবেদন তাদের কাছে জমা পড়েছে।
বিসিবিকে দেওয়া প্রায় ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে বিপিএলের দুর্নীতিগ্রস্ত কার্যপ্রণালী ও পরিচালনাগত ত্রুটি তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, ফ্র্যাঞ্চাইজি প্রক্রিয়া, খেলোয়াড়দের সুরক্ষা বাড়ানো, ঝুঁকি পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং সবার জন্য যোগাযোগ কাঠামো আরও শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে।
তদন্ত কাজ শেষ হলেও বিসিবি এখনই সব তথ্য প্রকাশ করবে না। চলমান প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো অভিযোগের বিষয়ে মন্তব্যও করেনি দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। স্বাধীন তদন্ত কমিটির সুপারিশগুলো বিসিবি বিবেচনায় নেবে এবং আইসিসির দুর্নীতি দমন কোড অনুযায়ী নির্দিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনে আরও তদন্ত করবে।
বিসিবি দেশীয় ক্রিকেটকে নিরাপদ রাখতে একটি স্বাধীন ইন্টিগ্রিটি ইউনিট গঠন করেছে। ইউনিটটির নেতৃত্বে থাকবেন একজন স্বাধীন চেয়ারম্যান, যা বোর্ডের স্বচ্ছতা ও নিয়মভিত্তিক সংস্কারের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে।
