বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

রামুতে আন্তঃজেলা ৩ জন গ্রেপ্তার

১১ লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১৭:২৫, ২৯ অক্টোবর ২০২৫

১১ লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার

কক্সবাজারের রামু থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকার চোরাই মালামাল।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১.  উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকার নিজাম উদ্দিন (৩৪),
২.  মৌলভীপাড়া গ্রামের মোহাম্মদ রুবেল (২৭),
৩.  কক্সবাজার সদর উপজেলার মাছূয়াখালী গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে নুরুল আমিন (৬৫)।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, বুধবার (২৯ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর গভীর রাতে রামু বাইপাস স্টেশনের মেসার্স আল-আমিন স্টোরে তালা ভেঙে প্রায় ১৭ লাখ ৬৬ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া পণ্যের মধ্যে ছিল—বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, সাতটি স্যামসাং স্মার্টফোন, একটি ডিভিআর মেশিনসহ মূল্যবান ইলেকট্রনিক পণ্য।

এ ঘটনায় ২১ অক্টোবর রামু থানায় একটি মামলা দায়ের করেন ব্যবসায়ী। মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সূত্রে তথ্য পেয়ে কক্সবাজার সদর ও উখিয়া থানায় একাধিক স্থানে অভিযান চালায়।

উদ্ধারকৃত মালামাল

অভিযানে উদ্ধার করা হয়—৩৫ হাজার শলাকা বেনসন সিগারেট,৬টি স্যামসাং স্মার্টফোন,১টি সিসি ক্যামেরা রেকর্ডার,চোরাইকৃত সিগারেট বিক্রির ৪২ হাজার টাকা,১টি পুরোনো সিএনজি,মোটরসাইকেল মেরামতের যন্ত্রপাতি, ১টি টিপচোরা এবং ১০ কেজি মারবেল পাথর।

ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে। তারা কক্সবাজার, উখিয়া ও আশপাশের এলাকায় একাধিক চুরির ঘটনায় জড়িত। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়েছে। চক্রটির অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন