রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে অভিনয় করেও পারিশ্রমিক নিলেন না বিবেক ওবেরয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:২৬, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:২৮, ২৯ অক্টোবর ২০২৫
বলিউডের বহুল আলোচিত পৌরাণিক সিনেমা ‘রামায়ণ’-এ বিভীষণের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিবেক ওবেরয়। ছবিটিতে রাম চরিত্রে রয়েছেন রণবীর কপূর, সীতা চরিত্রে সাই পল্লবী এবং রাবণ চরিত্রে দক্ষিণী তারকা যশ। ইতিমধ্যে ছবির প্রথম দফার সম্পাদনা শেষ হয়েছে, শুরু হয়েছে উন্নতমানের ভিএফএক্স কাজ।
কিন্তু এই বিশাল বাজেটের ছবিতে অভিনয় করেও নিজের পারিশ্রমিক নিতে অস্বীকৃতি জানিয়েছেন বিবেক ওবেরয়। বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি প্রযোজক নমিত মলহোত্রকে বলেছি—এই ছবির জন্য এক টাকাও লাগবে না আমার। আমি সেই টাকা ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য দান করতে চাই।”
বিবেক বলেন, “এই ছবিটা শুধু একটি সিনেমা নয়, এটি ভারতীয় সংস্কৃতির আত্মাকে নতুন করে বিশ্ব দরবারে তুলে ধরবে। আমি চাই, ‘রামায়ণ’ ভারতীয় সিনেমাকে এমন উচ্চতায় নিয়ে যাক, যেখানে পৌরাণিক গৌরব আর আধুনিক প্রযুক্তির মিলন ঘটবে।”
অভিনেতা আরও বলেন, “রামায়ণ পৌরাণিক না ঐতিহাসিক—এই বিতর্ক বহুদিনের। কিন্তু আমরা বিশ্বাস করি এটি ঐতিহাসিক কাহিনি। এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি।”
ছবির নির্মাতা নীতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মলহোত্র, অভিনেতা যশ, রণবীর, এবং রাকুলপ্রীত সিং– সকলেই এই মেগা প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন।
সিনেমা সমালোচকরা বলছেন, ‘রামায়ণ’ মুক্তি পেলে এটি হতে পারে ভারতের সবচেয়ে ব্যয়বহুল এবং প্রযুক্তিনির্ভর পৌরাণিক ছবি—যা দেশ-বিদেশে নতুন মানদণ্ড স্থাপন করবে।
