অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় বিতর্কে দিলজিৎ, শিখ সংগঠনের হুমকি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:০৪, ২৯ অক্টোবর ২০২৫
ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ সম্প্রতি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন-এর পা ছুঁয়ে প্রণাম করায় এক নতুন বিতর্কের মুখে পড়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শিখ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ দিলজিতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং অস্ট্রেলিয়ায় তার আসন্ন কনসার্ট বাতিলের হুমকি দিয়েছে।
দিলজিতের অংশগ্রহণে ‘কৌন বনেগা ক্রোড়পতি ’-র একটি বিশেষ পর্ব ৩১ অক্টোবর সম্প্রচারিত হবে। সেই পর্বের প্রচার ঝলক প্রকাশ হওয়ার পরেই বিতর্কের সূত্রপাত। ভিডিওটিতে দেখা যায়, দিলজিৎ অমিতাভ বচ্চনকে দেখে শ্রদ্ধাভরে তার পা ছুঁয়ে প্রণাম করছেন। শিখ ধর্ম অনুযায়ী, এই ধরনের প্রণামের রীতি মানা হয় না — আর এই কারণেই সংগঠনটি দাবি করেছে, দিলজিতের এমন আচরণ ১৯৮৪ সালের শিখ-বিরোধী সহিংসতায় নিহতদের প্রতি “অপমান”।
‘শিখস ফর জাস্টিস’ (SFJ) দিলজিতের আগামী ১ নভেম্বর অস্ট্রেলিয়া কনসার্ট বন্ধের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, দিলজিতের এই পদক্ষেপ কেবল ধর্মীয় নীতির পরিপন্থী নয়, বরং ইতিহাসে শিখ সম্প্রদায়ের যে ক্ষত রয়েছে, তা নতুন করে উস্কে দিয়েছে।
তবে দিলজিৎ দোসাঞ্জ এখনো কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি। বলিউড মহলে অনেকে তার পক্ষ নিয়ে বলেছেন, এটি কেবলমাত্র একজন জ্যেষ্ঠ অভিনেতার প্রতি ‘শ্রদ্ধা প্রদর্শনের সাংস্কৃতিক রীতি’, ধর্মীয় কোনো বিরোধ নয়।
অমিতাভ বচ্চন ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার সময়ের একটি বিতর্কিত পরিসংখ্যানিক পটভূমিতে ছিলেন বলে শিখ সংগঠনগুলো অভিযোগ করে থাকে। সেই ইতিহাসকে সামনে টেনেই SFJ এখন দিলজিতের আচরণকে “অমার্জনীয়” বলে দাবি করেছে।
দিলজিৎ, যিনি নিজেই এক গর্বিত শিখ শিল্পী হিসেবে পরিচিত, সবসময় ধর্মীয় ঐক্য ও সহনশীলতার বার্তা দেন। এই ঘটনায় তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক তাই অনেকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে।
