বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

‘দম’-এর মহরতে পালকিতে চেপে পূজা চেরি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২:২৯, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:১১, ২৯ অক্টোবর ২০২৫

‘দম’-এর মহরতে পালকিতে চেপে পূজা চেরি

‘দম[ সিনেমার মহরতে হঠাৎই মঞ্চে এসে উপস্থিত হলো একটি পালকি। কে আছেন ভেতরে তা নিয়ে কৌতূহলী সকলে, আলোচনার মধ্যেই পালকিরর পর্দা সরালেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। পালকি থেকে বেরিয়ে এলেন অভিনেত্রী পূজা চেরি।

ঢাকার গুলশান শুটিং ক্লাবে আজ বুধবার সন্ধ্যায় ‘দম’ সিনেমার মহরতে অভিনেতা আফরান নিশোর নায়িকা হিসেবে পূজা চেরির নাম ঘোষণা করা হয়।

এরপর মাইক্রোফোন হাতে নিয়ে পূজা বলেন, ”আমি অনেক কথা গুছিয়ে এনেছিলাম; কিন্তু সবাইকে দেখে ভুলে গেছি। এই সিনেমায় আমাকে এমন ভারী একটি চরিত্রে নির্বাচন করার জন্য শাহরিয়ার শাকিল ভাই ও রেদওয়ান রনি ভাইকে ধন্যবাদ জানাই। আমি খুব সহজেই কাজটিতে যুক্ত হয়েছি এমনটা মোটেই নয়। এর জন্য আমাকে অডিশনও দিতে হয়েছে। অনেক কাঠখড় পুড়িয়ে সিনেমাটির জন্য নির্বাচিত হয়েছি।“

রেদওয়ান রনির পরিচালনায় সিনেমাটিতে প্রথমবারের মতো কাজ করছেন আফরান নিশো, বিপরীতে পূজা চেরি। আর চঞ্চল চৌধুরী তো রয়েছেনই। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ‘এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড’ এবং ‘চরকি’।

এর আগে সেপ্টেম্বরে কাজাখস্তান ঘুরে এসেছে ‘দম’ টিম, সেখানেই সিনেমাটির শুটিং হয়।

সিনেমার মহরতে ’এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, ’চরকি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ”দম” নির্মাতা রেদওয়ান রনিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন