আয়ুষ্মান-রাশমিকার ‘থামা’ ১০০ কোটির ক্লাবে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:০০, ২৯ অক্টোবর ২০২৫
ভারতের দক্ষিণী তারকা আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘থামা’ মুক্তির পর মাত্র এক সপ্তাহেই বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। দেশি ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে ছবিটির আয় এখন ১৪০ কোটি টাকারও বেশি—যা ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের আয়ের ইতিহাসে নতুন রেকর্ড।
গত মঙ্গলবার মুক্তিপ্রাপ্ত ‘থামা’র প্রথম দিনের আয় ছিল ২৪ কোটি টাকা, যা এখন পর্যন্ত ছবিটির সর্বোচ্চ একদিনের কালেকশন। যদিও দ্বিতীয় দিন থেকেই আয়ে খানিকটা পতন দেখা যায়—দ্বিতীয় দিনে আয় ১৮.৬ কোটি, তৃতীয় দিনে ১৩ কোটি এবং চতুর্থ দিনে ১০ কোটি টাকা। তবে পঞ্চম দিনে আবারও আয়ে সামান্য উত্থান ঘটে।
ভারতীয় বক্স অফিসে প্রথম সপ্তাহ শেষে ‘থামা’র মোট আয় দাঁড়িয়েছে ৯৫.৫৫ কোটি টাকা, আর বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ১৪০ কোটি টাকা। খুব দ্রুতই ছবিটি ১৫০ কোটির ক্লাবের পথে এগোচ্ছে বলে আশা করছেন বাণিজ্য বিশ্লেষকরা।
‘থামা’র এই সাফল্যের ফলে ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের সম্মিলিত আয় ১০০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়েছে।
এই ইউনিভার্সের অন্যান্য জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে—
স্ত্রী ২ — ৬২৭.৫০ কোটি টাকা
স্ত্রী — ১২৯.৬৭ কোটি টাকা
মুঞ্জিয়া — ১০৭ কোটি টাকা
ভেড়িয়া — ৬৫.৮৪ কোটি টাকা
এই তালিকায় ‘থামা’র ৯৫.৫৫ কোটি যোগ হয়ে মোট আয় এখন প্রায় ১০২৫ কোটি টাকা।
আয়ুষ্মান খুরানার আরেকটি ‘১০০ কোটির’ ছবি
‘থামা’ আয়ুষ্মান খুরানার ক্যারিয়ারে ১২তম ছবি, যা ১০০ কোটির ক্লাব ছুঁয়েছে। এটি নিঃসন্দেহে তার ভক্তদের জন্য এক বড় সুখবর।
তবে, ছবিটি এখনও ‘স্ত্রী’-এর (১৮০ কোটি) সর্বোচ্চ আয়কে ছাড়িয়ে যেতে পারেনি, যদিও ‘মুঞ্জিয়া’র মোট আয়কে ইতোমধ্যেই পেছনে ফেলেছে।
