কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল : সৈয়দা রিজওয়ানা হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:০১, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:২৪, ২৯ অক্টোবর ২০২৫
রাজধানীর গুলশানে আয়োজিত এক সেমিনারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “আমাদের প্রতিশ্রুতির জায়গা থেকে পরিষ্কার করতে চাই— ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।”
তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হচ্ছে, সেগুলো স্পষ্ট নয়। বরং “কথা বলে উত্তেজনা বজায় রাখা এখন অনেকের রাজনৈতিক কৌশলে পরিণত হয়েছে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় যে ভিন্নমত দেখা গেছে, তা ‘অনৈক্য নয়, মতানৈক্য’ বলা যেতে পারে। তাঁর ভাষায়, “মতানৈক্য আলোচনার মাধ্যমে দূর করা সম্ভব। রাজনৈতিক পরিপক্বতা মানে হলো সেই আলোচনায় অংশ নেওয়া।”
নদীভাঙন সহায়তায় বাজেট বাড়ানোর আহ্বান
পরিবেশ উপদেষ্টা বলেন, “সাড়ে ৫০০ কোটি টাকার বদলে যদি ১,০০০ কোটি টাকা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় বরাদ্দ দেওয়া যায়, তাহলে তার সুফল বহু গুণ বেশি হবে।”
তিনি উল্লেখ করেন, পরিবেশ মন্ত্রণালয়ে এত বেশি আইন ও নীতিমালা রয়েছে যে, সেগুলো মেনে কাজ করতে গিয়ে কার্যকর পদক্ষেপে বিলম্ব হয়। তাছাড়া, মন্ত্রণালয়টি প্রায়ই বাজেট সংকটে ভোগে।
জলবায়ু ফান্ড ও সুপেয় পানির উদ্যোগ
রিজওয়ানা হাসান জানান, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় পানির সংকট নিরসনে জলবায়ু পরিবর্তন ফান্ডে টাকা জমা হচ্ছে। তবে, তিনি মনে করিয়ে দেন, “প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানি সরবরাহ করা মূলত স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব। পরিবেশ ও বন মন্ত্রণালয় সহযোগিতামূলক ভূমিকা রাখতে পারে।”
ক্ষুদ্র প্রয়াসে বড় পরিবর্তনের বার্তা
নিজ বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলোই বড় প্রভাব ফেলতে পারে। তাই সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে এই ক্ষুদ্র প্রয়াসগুলোকে প্রাধান্য দিতে হবে।”
