ঢাকায় চীনা রাষ্ট্রদূত
বাংলাদেশ-চীন সম্পর্ক নির্ধারণে তৃতীয় দেশের কোনো ভূমিকা নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৩৬, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:০২, ২৯ অক্টোবর ২০২৫
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক কী হবে, তা কোনো তৃতীয় দেশ ঠিক করে দেবে না। বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন (এওএফএ) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, `বাংলাদেশ ও চীনের সম্পর্ক পারস্পরিক সম্মান, আস্থা এবং উন্নয়ন সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। কোনো পরাশক্তির চাপ বা ইচ্ছার ওপর এ সম্পর্ক নির্ভর করবে না।‘
তিনি আরও অভিযোগ করেন, রোহিঙ্গা সমস্যার সমাধান কিছু দেশ ও সংস্থা সত্যিকারে চায় না, বরং তারা এ ইস্যুটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। ইয়াও ওয়েন আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, `এই মানবিক সংকট সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে।‘
তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, `চীনের পক্ষ থেকে সহযোগিতার আগ্রহ আগেই জানানো হয়েছে। এখন বাংলাদেশ সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। নির্বাচিত সরকার এলে আমরা আশাবাদী, প্রকল্পটি বাস্তবায়নের পথে এগোবে।‘
চীনের বিনিয়োগ পরিকল্পনা প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল (সিজিইজেড) নির্মাণের কাজ এ বছরের শেষ নাগাদ শেষ হবে। ইতিমধ্যে ৩০টির বেশি চীনা কোম্পানি সেখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
সম্প্রতি ঢাকায় নিযুক্ত হতে যাওয়া মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সিনেট শুনানিতে মন্তব্য করেন, বাংলাদেশ প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকছে— যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের।
এর জবাবে ইয়াও ওয়েন বলেন, `বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ সম্পর্ক দুই দেশের পারস্পরিক স্বার্থে গড়ে উঠেছে। তৃতীয় কোনো দেশ আমাদের জন্য পথ নির্ধারণ করতে পারে না।‘
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, `পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকা যৌথ সহযোগিতা কমিটির (জেইসি) পুনরায় সক্রিয় হওয়া প্রশংসনীয় উদ্যোগ।‘
তিনি সার্কসহ আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলিকে আরও কার্যকর করার আহ্বান জানিয়ে বলেন, `উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসাথে কাজ করতে হবে।‘
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের চীন সফর প্রসঙ্গে ইয়াও ওয়েন জানান, ‘চীন সব সময় বাংলাদেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে থাকবে।‘
