মালয়েশিয়ার শর্তে নতুন তালিকা করছে সরকার
৭ নভেম্বরের মধ্যে কাগজপত্র জমা দিতে নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২১, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:০৫, ২৯ অক্টোবর ২০২৫
মালয়েশিয়ার শর্ত অনুযায়ী রিক্রুটিং এজেন্সির তালিকা চেয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মালয়েশিয়া সরকারের নির্ধারিত শর্ত অনুযায়ী বৈধ রিক্রুটিং এজেন্সির নতুন তালিকা প্রস্তুতের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। বুধবার (২৯ অক্টোবর) পাঠানো এক তথ্য বিবরণীতে এ নির্দেশনা জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টদের আগামী ৭ নভেম্বরের মধ্যে ‘নির্ধারিত সিলেকশন ক্রাইটেরিয়া’ পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন দাখিল করতে হবে। এই উদ্যোগের লক্ষ্য হলো, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে অন্যান্য দেশের সঙ্গে সমান সুযোগের আওতায় আনা।
পূর্বে মালয়েশিয়া বাংলাদেশি এজেন্সিগুলোর তুলনায় অন্যান্য দেশের রিক্রুটিং কোম্পানিকে অগ্রাধিকার দিত। কিন্তু বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে এই বৈষম্য দূর করতে মালয়েশিয়া সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে আসছিল। চলতি বছরের ২১-২২ মে ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধিদল বাংলাদেশের অনুরোধে সম্মতি জানায় এবং অভিন্ন নির্বাচনী মানদণ্ড (Selection Criteria) প্রণয়নের প্রতিশ্রুতি দেয়। অবশেষে ২৮ অক্টোবর প্রাপ্ত চিঠিতে সেই মানদণ্ড পাঠিয়েছে মালয়েশিয়া সরকার।
রিক্রুটিং এজেন্সির জন্য প্রধান ১০টি শর্ত:
১. ন্যূনতম ৫ বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
২. বিগত ৫ বছরে অন্তত ৩ হাজার কর্মী বিদেশে প্রেরণের প্রমাণ থাকতে হবে।
৩. অন্তত ৩টি ভিন্ন গন্তব্য দেশে কর্মী পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে।
৪. প্রশিক্ষণ, মূল্যায়ন ও নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমোদন থাকতে হবে।
৫. সদাচরণের সনদ থাকতে হবে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছ থেকে।
৬. মানবপাচার, শ্রম আইন লঙ্ঘন বা আর্থিক অপরাধে জড়িত থাকার রেকর্ড থাকা যাবে না।
৭. নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে, যাতে আবাসন ও প্রশিক্ষণ সুবিধা অন্তর্ভুক্ত।
৮. অন্তত ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তার প্রশংসাপত্র থাকতে হবে।
৯. ন্যূনপক্ষে ১০ হাজার বর্গফুটের স্থায়ী অফিস থাকতে হবে, যেখানে কর্মী নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।
১০. বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে পূর্ববর্তী প্রক্রিয়াগুলোর আইনসম্মত অনুসরণের প্রমাণ থাকতে হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, এই মানদণ্ডগুলো পূরণকারী রিক্রুটিং এজেন্টদের নামই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য তালিকাভুক্ত করা হবে। এতে দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতে স্বচ্ছতা, দক্ষতা ও আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
