রাতে আলোতে পোকায় ভরে যাচ্ছে ঘর?
এই ৫ ঘরোয়া কৌশলেই মিলবে স্বস্তি!
জীবনযাপন ডেস্ক
প্রকাশ: ১৪:৫১, ২৯ অক্টোবর ২০২৫
রাতে আলো জ্বালালেই হঠাৎ পোকামাকড়ের ভনভন আওয়াজে বিরক্ত লাগবেই। কালীপূজোর পর থেকেই বাতাসে আর্দ্রতা ও আলোতে আকৃষ্ট পতঙ্গের উপদ্রব বেড়ে যায়। শহরে শ্যামাপোকার সংখ্যা কমলেও শহরতলির বাড়িঘর, বারান্দা আর উঠোনে রাতের আলো মানেই পোকাদের দখল। কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে রাসায়নিক স্প্রে নয়, কিছু সহজ ও নিরাপদ ঘরোয়া কৌশলেই মিলবে স্থায়ী সমাধান।
১️.হলুদ আলো ব্যবহার করুন
সাদা বা ব্লু টোনের আলো পোকামাকড়কে সবচেয়ে বেশি আকর্ষণ করে। তাই ঘরের লাইট পরিবর্তন করে নিন হলুদ বা উষ্ণ রঙের বাল্বে। এতে আলো যেমন চোখে আরামদায়ক লাগবে, তেমনি পতঙ্গও সেখানে ভিড় করবে না।
২️.আলো বসানোর অবস্থান বদলান
আলো এমনভাবে বসান যাতে তার আলো বাইরে না ছড়ায়। বাইরের অন্ধকারে থাকা পোকা আলো দেখেই ঘরে ঢুকে পড়ে। আলো কেবল ঘরের ভিতরে সীমিত রাখলে এই প্রবণতা অনেকটাই কমবে।
৩️.লবঙ্গ বা নিম তেলের স্প্রে ব্যবহার করুন
এক কাপ জলে কয়েক ফোঁটা লবঙ্গ তেল বা নিম তেল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এরপর সন্ধ্যায় বাল্বের চারপাশে হালকা ছিটিয়ে দিন। প্রাকৃতিক এই গন্ধে পোকামাকড় দূরে থাকবে—রাসায়নিক স্প্রের বিকল্প হিসেবে এটি একদম নিরাপদ।
৪️.রসুনের জল স্প্রে করুন
কয়েক কোয়া রসুন জলে ফুটিয়ে ঠান্ডা করে নিন। তারপর সেই জল স্প্রে বোতলে ভরে আলো ও জানালার আশপাশে ছিটিয়ে দিন। রসুনের গন্ধে পতঙ্গ টিকতে পারে না—এটি খুবই কার্যকর প্রাকৃতিক প্রতিরোধক।
৫️.পরিচ্ছন্নতা বজায় রাখুন
আলো জ্বালানো জায়গার আশপাশে কখনও খাবারের টুকরো বা ময়লা রাখবেন না। দরজা ও জানালার ফাঁক বন্ধ রাখুন। ধুলো জমে থাকা বাল্বও পতঙ্গকে আকর্ষণ করে—তাই নিয়মিত পরিষ্কার করুন।
বাইরের ও ঘরের আলো আলাদা রাখলে পোকা দিক হারায় এবং ঘরে ঢোকার সুযোগ পায় না।
অল্প যত্নেই এই সহজ পাঁচটি ঘরোয়া উপায় মানলে রাসায়নিকের ঝুঁকি ছাড়াই মুক্তি পাবেন বিরক্তিকর পোকামাকড় থেকে। প্রকৃতির উপহারেই থাকুক আপনার আলো জ্বালানোর নিশ্চিন্ত সঙ্গী।
