পুরো পোশাকটিই সোনার; গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে "দুবাই ড্রেস"
জীবনযাপন ডেস্ক
প্রকাশ: ১৫:১৪, ২৪ অক্টোবর ২০২৫
বিশ্বের সবচেয়ে ভারী সোনার পোশাক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেয়েছে আলোচিত সোনার তৈরী "দুবাই ড্রেস"। যেখানে স্বর্ণের উচ্চমূল্যের বাজারে সংযুক্ত আরব আমিরাতের আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি কোম্পানির এ ধরনের উদ্যোগ সত্যিই অবিশ্বাস্য এবং মনোমুগ্ধকর। সোনার পোশাকটির আনুমানিক মূল্য প্রায় ৪৬ লাখ দিরহাম, বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা।
মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এক্সপো সেন্টারে আয়োজিত '৫৬তম ঘড়ি ও গহনার প্রদর্শনী'তে আলোচিত "দুবাই ড্রেস" টি জনসম্মুখে উপস্থাপন করা হয়। এই অনুষ্ঠানেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কমিটির প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে কোম্পানিটিকে সার্টিফিকেট তুলে দেন।
২১ ক্যারেটের খাঁটি সোনা দিয়ে নির্মিত "দুবাই ড্রেস" টি চারটি অংশে তৈরি। সোনার মুকুটটি ৩৯৮ গ্রাম, নেকলেসটি ৮,৮১০.৬০ গ্রাম, কানের দুল ১৩৪.১ গ্রাম এবং হেয়ার পিস ৭৩৮.৫ গ্রাম। পুরো পোশাকটির ওজন ১০.০৮১২ কেজি।
কোম্পানির ডিজাইনাররা জানান, "আমিরাতের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে পোশাকটির নকশা তৈরি করা হয়েছে। সোনার সূক্ষ্ম নকশা ও রঙিন রত্নখচিত অলঙ্করণে ফুটে উঠেছে প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ।"
আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারির আঞ্চলিক উপব্যবস্থাপক মোহসেন আল ধাইবানি জানান, "এটি শুধু একটি গহনার কাজ নয়, বরং আমিরাতের সৃজনশীলতা ও উদ্ভাবনের প্রতীক। এই অর্জন দুবাইকে বৈশ্বিক স্বর্ণ ও গহনার কেন্দ্র হিসেবে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাবে।
সূত্র : গালফ নিউজ
