লন্ডনে নীতা আম্বানির সোনার জরির শাড়িতে রাজকীয় দ্যুতি
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৮:১১, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৪:১৪, ২৩ অক্টোবর ২০২৫
ব্রিটিশ মিউজিয়ামের ঐতিহাসিক আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘পিঙ্ক বল’। ছবি: সংগৃহীত
ব্রিটিশ মিউজিয়ামের ঐতিহাসিক আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘পিঙ্ক বল’। সেখানে যেন জ্বলজ্বল করলেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি। তার পরনে ছিল খাঁটি সোনার জরির হাতে বোনা কানজিভরম শাড়ি, যার পাড় ও আঁচলে ছিল আসল রূপার কাট-ওয়ার্ক নকশা। আভিজাত্যপূর্ণ এই গালা অনুষ্ঠিত হয় ভারতের ঐতিহ্য ও ভক্তির ইতিহাসকে কেন্দ্র করে আয়োজিত ‘অ্যানসায়েন্ট ইন্ডিয়া’ প্রদর্শনীর প্রেক্ষাপটে।
অনুষ্ঠানের সহসভাপতির দায়িত্বে ছিলেন নীতার মেয়ে ঈশা আম্বানি। মা-মেয়ে দুজনই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। নীতা পরেছিলেন ‘স্বদেশ অনলাইন’-এর তৈরি হাতে বোনা সোনার জরির শাড়ি, যা নির্মাণ করেছেন ৬৮ বছর বয়সী কারিগর আর. বরদান। তার পূর্বপুরুষরাও ছিলেন হ্যান্ডলুম শিল্পের কারিগর। এই শাড়িকে স্বদেশ অনলাইন বলেছে, ‘ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের এক শিল্পকর্ম।’
শাড়ির সঙ্গে নীতা পরেছিলেন অফ-শোল্ডার করসেট ব্লাউজ—যা ডিজাইন করেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মানিশ মালহোত্রা। গলায় ছিল তার ব্যক্তিগত সংগ্রহের পান্না ও হিরের নেকলেস, যার একটি হিরে এসেছে নিজাম পরিবারের রাজকীয় ভাণ্ডার থেকে। গয়নাটি নিজেই ডিজাইন করেছেন নীতা, ইন্দোরের মহারানির কিংবদন্তি হারকে শ্রদ্ধা জানিয়ে।
ঈশা আম্বানির পোশাকও কম চমকপ্রদ নয়। তিনি পরেছিলেন আবু জানি–সন্দীপ খোসলার ডিজাইন করা ব্লাশ-পিঙ্ক শ্যামোয়া সাটিন জ্যাকেট ও কলাম স্কার্ট। পোশাকটি সাজানো ছিল রোজ-জারদৌজি কাজ, মুক্তা, সিকুইন ও ক্রিস্টালে; ৩৫ জন কারিগর এতে কাজ করেছেন ৩ হাজার ৬৭০ ঘণ্টা। ঈশার লুক সম্পূর্ণ করেন স্টাইলিস্ট আনাইতা শ্রফ আদাজানিয়া—যিনি তার পোশাকে ব্যবহার করেন নীতার পান্না গয়না।
আনাইতা জানান, “পিঙ্ক ও সবুজের এই সংমিশ্রণ ছিল রাজকীয় ও রোমান্টিক—যা আধুনিক ভারতীয় নারীর শক্তি ও সৌন্দর্যের প্রতীক।”
পোশাকের নকশা তৈরিতে তার দল অনুপ্রেরণা নিয়েছে ইভ্ সাঁ লরাঁ ও ক্রিশ্চিয়ান লাক্রোয়া’র আর্কাইভ থেকে, পাশাপাশি ভারতীয় রাজপ্রাসাদের ট্যাপেস্ট্রি ও ফ্রেস্কো শিল্প থেকেও।
এই সন্ধ্যা যেন শুধু ফ্যাশনের নয়, ভারতীয় ঐতিহ্য, শিল্প ও নারীর শক্তির এক দীপ্ত প্রতীক হয়ে উঠেছিল।
