মিয়ানমার পাচারকালে ১২০টি কম্বলসহ তিনজন আটক
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৫:০১, ২৪ অক্টোবর ২০২৫
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকপাড়া সীমান্ত থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১২০টি কম্বলসহ তিনজনকে আটক করেছে ৩৪ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে সীমান্তে নিয়মিত টহল অভিযানে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বাজারপাড়া এলাকার মোহাম্মদ হানিফের ছেলে মো. মহিব উল্লাহ, ফুজুরছড়া গ্রামের আলী হোসেনের ছেলে মো. জিয়াউর রহমান এবং চেরার মাঠ এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ওসমান।
বিজিবি সূত্র জানায়, টহল দল একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে ১২০টি কম্বল উদ্ধার করা হয়, যা মিয়ানমারে পাচারের প্রস্তুতি চলছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
৩৪ বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা মালামালও পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
