মিস কসমো ইন্টারন্যাশনাল ২০২৫;
বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আলিশা
জীবনযাপন ডেস্ক
প্রকাশ: ১৪:০৩, ১৯ অক্টোবর ২০২৫

আগামী ডিসেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিত মিস কসমো ইন্টারন্যাশনাল ২০২৫–এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আলিশা ইসলাম। নিজের প্রতিভা, আত্মবিশ্বাস ও মনোবলকে কাজে লাগিয়ে কসমো বাংলাদেশ ২০২৫-এর মুকুট অর্জন করেছেন আলিশা। এবার আন্তর্জাতিক আসরে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই তরুণী। সাফল্যের এই খবর জানিয়েছে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)।
আজরা মাহমুদের নেতৃত্বে বাংলাদেশের ফ্যাশন ও বিউটি প্যাজেন্ট খাতে সুনাম অর্জন করেছে এএমটিসি। ফ্যাশনে পেশাদার প্রশিক্ষণ, ব্যক্তিত্ব উন্নয়ন এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্বের মাধ্যমে মডেলিং ও প্যাজেন্ট ইন্ডাস্ট্রিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে প্রতিষ্ঠানটি। একাধিক আন্তর্জাতিক প্যাজেন্ট্রির লাইসেন্সধারী এএমটিসি, যার মধ্যে অন্যতম হলো মিস কসমো বাংলাদেশ।
দেশের ফ্যাশন অঙ্গনের নতুন মুখ দিনাজপুরের মেয়ে আলিশা ইসলাম। এরই মধ্যে তিনি মডেল, অভিনেত্রী, উপস্থাপক ও ডিজে হিসেবে নিজের সাফল্যের প্রমাণ দিয়েছেন। আলো ছড়িয়েছেন বাংলাদেশ ফ্যাশন উইক, আরকা ফ্যাশন উইক ও খাদি ফ্যাশন উইকের রানওয়েতে।
তিনিই প্রথম বাংলাদেশি মডেল হিসেবে প্যারিস ফ্যাশন উইকের আন্তর্জাতিক মঞ্চের রানওয়েতে আলো ছড়িয়েছেন। এছাড়া বড় পর্দাতে অভিষিক্ত ‘এমআরনাইন’ চলচ্চিত্রে প্রশংসা কুড়িয়েছেন। ডিজে হিসেবেও আলিশার পদচারনা রয়েছে।
২০২৩ ও ২০২৪ সালে ভারত ও বাংলাদেশের আইকনিক স্টার অ্যাওয়ার্ডে তাকে টানা দু’বছর বেস্ট মডেল অ্যাওয়ার্ড পাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এছাড়া ২০২৩ সালে এটিএনর সেরা অভিনয়শিল্পী হিসেবে সম্মানিত হয়েছিলেন তিনি।
গ্ল্যামার দুনিয়ার বাইরে আলিশা জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি ৪)–এর ‘মানসম্মত শিক্ষা’ নিয়ে কাজ করছেন। তিনি জানান, "শিক্ষা হলো ক্ষমতায়নের মূল ভিত্তি এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসার করাই আমার লক্ষ্য।
আলিশা প্রসঙ্গে আজরা মাহমুদ জানান, "আলিশা ইসলাম মিস কসমো বাংলাদেশের প্রকৃত প্রতিচ্ছবি। সৌন্দর্যের সঙ্গে লক্ষ্যের সমন্বয়, আত্মবিশ্বাসের সঙ্গে সহমর্মিতা, শক্তির সঙ্গে আন্তরিকতা সবকিছুই তার মধ্যে আছে। আমি নিশ্চিত, আলিশা আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করবেন।"
নিজের প্রতিভা, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের মাধ্যমে আলিশা বৈশ্বিক মঞ্চ আলোকিত করে দেশের নাম গৌরবোজ্জ্বল করবেন বলে সকলের আশা।