বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৩ কার্তিক ১৪৩২

প্রসঙ্গ নির্বাচন

ভারতের পররাষ্ট্র সচিবকে পাল্টা প্রশ্ন না করায় ‘অবাক’ পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:১৬, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:১১, ২৯ অক্টোবর ২০২৫

ভারতের পররাষ্ট্র সচিবকে পাল্টা প্রশ্ন না করায় ‘অবাক’ পররাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি ভারত সফর করে আসা বাংলাদেশের সাংবাদিকদের ভূমিকা নিয়ে ‘বিস্ময়’ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশের নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে যখন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বক্তব্য দেন, তখন সাংবাদিকদের উচিত ছিল পাল্টা প্রশ্ন তোলা—কেন এতদিন ধরে তারা ‘অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের’ কথা বলেননি।

আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি অবাক হয়েছি। আপনারা অনেক সিনিয়র সাংবাদিক, কিন্তু কেউই সেই সুযোগে প্রশ্নটি করেননি। ভারতের পররাষ্ট্র সচিব নিজেই যখন বিষয়টি উত্থাপন করেছিলেন, তখনই ছিল প্রতিপ্রশ্ন করার সময়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের পক্ষ থেকে এখনো শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো জবাব পাইনি। আমাদের দিক থেকে আদালতের নির্দেশ অনুযায়ী সব আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন ভারত তাদের আইনি প্রক্রিয়া চালাচ্ছে।’

চলতি অক্টোবরের শুরুতে নয়াদিল্লিতে সফররত ডিকাব (ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, ‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের রায় নিয়ে যে সরকার ক্ষমতায় আসবে, তার সঙ্গেই নয়াদিল্লি কাজ করবে।’

তবে এই মন্তব্যে কোনো সাংবাদিক পাল্টা প্রশ্ন না করায় তৌহিদ হোসেন বলেন, ‘এই সুযোগে প্রশ্ন করা যেত—পূর্ববর্তী নির্বাচনের সময় কেন ভারত একই অবস্থান নেয়নি। এতে বিব্রত করার কিছু ছিল না, বরং দায়িত্বশীল সাংবাদিকতার অংশ হিসেবেই সেটি প্রত্যাশিত ছিল।’

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তিন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা শোকজ নয়, তথ্য চাওয়া হয়েছে
স্বর্ণের দামে বড় পতন এক দিনে ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি
পররাষ্ট্র উপদেষ্টা অবাক হলেন ভারতের পররাষ্ট্রসচিবকে পাল্টা প্রশ্ন না করায়
১০ রেফারির বাজি প্রায় ২০ হাজার ম্যাচে...!
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে
ব্যানার ছেঁড়ার জেরে বন্দুকযুদ্ধ: চট্টগ্রামের ছাত্রদল কর্মী নিহত, আহত ১৫ জন
অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট