বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৩ কার্তিক ১৪৩২

মেট্রোরেলের বিয়ারিং প্যাডে মৃত্যু

ক্ষতিপূরণ-স্বাধীন তদন্ত কমিটি চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫২, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:২৫, ২৯ অক্টোবর ২০২৫

ক্ষতিপূরণ-স্বাধীন তদন্ত কমিটি চেয়ে রিট

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম আজাদের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হয়। রিটের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এ এম মাহবুব উদ্দিন খোকন।

রিটটি করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী তানভীর আহমেদ ও আব্দুল্লাহ আল মামুন।

শুনানি শেষে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, ‘দুটি রিট একসঙ্গে করা হয়েছে। আদালত বুধবার (২৯ অক্টোবর) এ বিষয়ে আদেশ দেবেন।’

রিটে রাষ্ট্র ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা, মৌলিক অধিকার লঙ্ঘন এবং ব্যবস্থাপনার ত্রুটির বিষয়টি উল্লেখ করে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি, রেলওয়ের বাইরের বিশেষজ্ঞদের নিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে ৩৫ বছর বয়সী পথচারী আবুল কালাম আজাদের মাথায় লাগে। ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে এবং নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা সহায়তা ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দেয়।

পরে ওই দিন রাতেই নিহতের স্ত্রী আইরিন আক্তার পিয়া তেজগাঁও থানায় একটি মামলা করেন।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তিন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা শোকজ নয়, তথ্য চাওয়া হয়েছে
স্বর্ণের দামে বড় পতন এক দিনে ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি
পররাষ্ট্র উপদেষ্টা অবাক হলেন ভারতের পররাষ্ট্রসচিবকে পাল্টা প্রশ্ন না করায়
১০ রেফারির বাজি প্রায় ২০ হাজার ম্যাচে...!
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে
ব্যানার ছেঁড়ার জেরে বন্দুকযুদ্ধ: চট্টগ্রামের ছাত্রদল কর্মী নিহত, আহত ১৫ জন
অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট