মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

বিমান, টার্কিশ ও শ্রীলঙ্কান এয়ারলাইনসের টিকিটে মিলবে ১৫% ছাড়

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ২২:০২, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:২৩, ২৮ অক্টোবর ২০২৫

বিমান, টার্কিশ ও শ্রীলঙ্কান এয়ারলাইনসের টিকিটে মিলবে ১৫% ছাড়

আগামী ৩০ অক্টোবর থেকে বসছে তিন দিনের ‘পর্যটন মেলা’। ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)’ শিরোনামে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব‍্য আন্তর্জাতিক মেলাটির এবার ১৩তম আসর। দেশের পর্যটনশিল্পের বাণিজ্য সংগঠন 'ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)' মেলাটি আয়োজন করছে।

আজ মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টোয়াব আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার প্রেক্ষাপট ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে সামগ্রিক আলোচনা করা হয়। টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তাসলিম আমিন শোভন বলেন, এবারের মেলায় ৪টি হলে ২০টি প্যাভিলিয়নসহ ২২০টি স্টল থাকবে। যেখানে বাংলাদেশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি নেপাল, ভুটান, ফিলিপাইন ও পাকিস্তানের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করবে। এই দেশগুলো ছাড়াও মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশগ্রহণ করবে।

দর্শনার্থীরা মেলার স্টলগুলো ঘুরে দেখতে পারবেন আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া থাকবে বিজনেস টু বিজনেস (বিটুবি) সেশন, সেমিনার, সাংস্কৃতিক আয়োজনও। মেলায় প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। তবে শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য ফি ছাড়াই প্রবেশ করতে পারবেন। মেলার টাইটেল স্পনসর বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড।

বিভিন্ন আকর্ষণীয় অফারের পসরা নিয়ে হাজির হচ্ছে মেলায় অংশগ্রহণ করা হোটেল, রিসোর্ট ও ট্রাভেল এজেন্সিগুলো। তাসলিম আমিন শোভন বলেন, "বিমান বাংলাদেশ এয়ারলাইনস, টার্কিশ এয়ারলাইনস ও শ্রীলঙ্কান এয়ারলাইনসের বিভিন্ন গন্তব্যের টিকিটে ১৫ শতাংশ ছাড় থাকবে। এছাড়া থাই এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া ও এয়ার এশিয়ার স্টলেও মিলবে নানা ছাড়।"

মেলা প্রসঙ্গে টোয়াব'র সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, "পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়নই এই মেলার প্রধান উদ্দেশ্য। আমরা আশা করছি, এবারের পর্যটন মেলা ব্যবসায়ী, দেশি-বিদেশি পর্যটক এবং পর্যটনশিল্প–সংশ্লিষ্ট সবার মধ্যে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মদ শামসুল করিম, ঢাকায় টার্কিশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক ইসলাম গুরে, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সভাপতি তানজিম আনোয়ার প্রমুখ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার
শীতের আমেজ: আরও দুই ডিগ্রি নামার আশঙ্কা
সাত গোলের দাপটে শেষ ষোলোয় আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৭ দল