১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১২, ১৯ অক্টোবর ২০২৫

পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। আগামী ১ নভেম্বর থেকে দ্বীপে যেতে পারবেন পর্যটকরা—রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, “১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে তারা সেখানে রাতযাপন করতে পারবেন কি না, সে বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
গত নয় মাস ধরে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে এই বিরতি নেওয়া হয়—দ্বীপের জীববৈচিত্র্য ও নাজুক ইকোসিস্টেম রক্ষার স্বার্থে। প্রবাল, সামুদ্রিক কচ্ছপ, ও উপকূলীয় প্রাণবৈচিত্র্য রক্ষায় এটি ছিল সরকারের একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত উদ্যোগ।
পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবার দ্বীপ খোলার আগে পর্যটকদের জন্য “সীমিত প্রবেশ ও পরিবেশবান্ধব আচরণবিধি” চালু করা হবে। এতে পর্যটক সংখ্যা নির্দিষ্ট করা, প্লাস্টিক নিষিদ্ধকরণ এবং দ্বীপে আবর্জনা ব্যবস্থাপনা জোরদার করার ওপর জোর দেওয়া হচ্ছে।
পরিবেশবাদীরা বলছেন, যদি দায়িত্বশীল ভ্রমণ নিশ্চিত করা যায়, তবে সেন্টমার্টিন হতে পারে টেকসই ইকো-ট্যুরিজমের একটি সফল মডেল