জিসিসি ভ্রমণকারীদের জন্য গাইড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:৪০, ৫ অক্টোবর ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাসিন্দারা এখন সহজেই পার্শ্ববর্তী গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) দেশগুলো—সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন ও কুয়েত—ভ্রমণ করতে পারেন ই-ভিসা বা অন অ্যারাইভাল ভিসার সুবিধায়। যদিও জিসিসি একক পর্যটন ভিসা (GCC Grand Tourist Visa) ২০২৫ সালের শেষার্ধে চালুর কথা রয়েছে, তার আগ পর্যন্ত প্রতিটি দেশ তাদের নিজস্ব ভিসা নীতিমালা অনুসারে ইউএই রেসিডেন্টদের ভিসা সুবিধা দিচ্ছে।
সৌদি আরব
ভিসা ধরন: এক বছরের মাল্টিপল এন্ট্রি ই-ভিসা
উপযুক্ত ব্যবহার: ব্যবসা, পরিবার বা পর্যটন ভ্রমণ, উমরাহ (হজ মৌসুম বাদে)
আবেদন পোর্টাল: ksavisa.sa
মেয়াদ: একক প্রবেশে ৯০ দিন, বা এক বছরের জন্য একাধিকবার প্রবেশ
ওমান
অন অ্যারাইভাল ভিসা: ইউএই রেসিডেন্টদের জন্য প্রযোজ্য, যদি পেশা রয়্যাল ওমান পুলিশ অনুমোদিত তালিকায় থাকে
ই-ভিসা: evisa.rop.gov.om
পোর্টালে ৩০ দিনের জন্য আবেদন করা যায়
বিশেষ সুবিধা: গাড়িতে ভ্রমণ করলে সীমান্তেই ১৪ দিনের ভিসা অন অ্যারাইভাল পাওয়া যায়
শর্ত: পাসপোর্ট ও এমিরেটস আইডির মেয়াদ কমপক্ষে ৬ মাস
কাতার
ভিসা ধরন: “GCC Resident Entry” ই-ভিসা
আবেদন পোর্টাল: hayya.qa
শর্তাবলি:
এমিরেটস আইডির মেয়াদ অন্তত তিন মাস
নিশ্চিত থাকা-খাওয়ার ব্যবস্থা ও রিটার্ন টিকিট
পেশা রেসিডেন্স ভিসার পেশার সঙ্গে মিলে যেতে হবে
বাহরাইন
ভিসা বিকল্প: ২ সপ্তাহের অন অ্যারাইভাল ভিসা অথবা ই-ভিসা
আবেদন পোর্টাল: evisa.gov.bh
মেয়াদ: তিন মাস বা এক বছরের মাল্টিপল এন্ট্রি
প্রয়োজনীয়তা:
এমিরেটস আইডি বা রেসিডেন্স পারমিট (কমপক্ষে ৩ মাস বৈধ)
৬ মাস মেয়াদি পাসপোর্ট
কর্মসংস্থান পেশা ও হোটেল বুকিং প্রমাণ
কুয়েত
ই-ভিসা পোর্টাল: kuwaitvisa.moi.gov.kw
২০২৫ সালের নতুন ঘোষণা:
জিসিসি দেশের (ইউএই, সৌদি, কাতার, ওমান, বাহরাইন) রেসিডেন্টরা এখন পর্যটক ভিসা অন অ্যারাইভাল পেতে পারেন।
প্রয়োজনীয় কাগজপত্র:
৬ মাস মেয়াদি পাসপোর্ট
সাম্প্রতিক পাসপোর্ট ছবি
রিটার্ন টিকিট
এমিরেটস আইডি (৬ মাস বৈধতা)
থাকার প্রমাণপত্র
আসছে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা
২০২৫ সালের শেষ প্রান্তিকে চালু হতে যাওয়া একীভূত “GCC Grand Tourist Visa” থাকবে ইউরোপের শেনজেন ভিসার মতো। একবারের অনুমতিতেই ছয়টি গালফ দেশ ঘোরা যাবে—ইউএই, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত ও বাহরাইন। সূত্র: গালফ নিউজ