শ্রীলঙ্কা ভ্রমণে এখন বাধ্যতামূলক ইটিএ অনুমতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫৫, ২১ অক্টোবর ২০২৫

শ্রীলঙ্কা ভ্রমণের আগে এখন থেকে সকল পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের ইলেক্ট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) গ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।
শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, গত ১৫ অক্টোবর ২০২৫ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে এবং এটি সব দেশের পর্যটক ও স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য। মঙ্গলবার ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন থেকে পুনরায় এই নির্দেশনা জানানো হয়।
হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা শ্রীলঙ্কায় পর্যটন বা ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ করবেন, তাদের eta.gov.lk ওয়েবসাইটে গিয়ে ইটিএ আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যাবে এবং অনুমোদনের পর ভ্রমণকারীরা প্রবেশাধিকার পাবেন।
তবে পারস্পরিক বা দ্বিপক্ষীয় চুক্তির আওতায় সেশেলস, মালদ্বীপ ও সিঙ্গাপুরের নাগরিকরা ইটিএ ফি থেকে ছাড় পাবেন। অন্যদিকে চীন, ভারত, রাশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও জাপানের পাসপোর্টধারীরা পূর্বের নিয়মে বিনামূল্যে ইটিএ পাবেন।
ইমিগ্রেশন বিভাগ জানায়, ব্যবসায়িক উদ্দেশ্যে আগত ভ্রমণকারীদের ক্ষেত্রে নির্ধারিত ফি সব দেশের জন্য প্রযোজ্য হবে—শুধু উপরের তালিকাভুক্ত দেশগুলো ছাড়া।
আসন্ন পর্যটন মৌসুম সামনে রেখে দ্রুততার সঙ্গে ইটিএ অনুমোদন দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগ।