জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তা না পেলে স্বাক্ষর নয় : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:২৩, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:২৯, ২২ অক্টোবর ২০২৫

জুলাই জাতীয় সনদ ২০২৫-এর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এতে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ দিয়ে আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি। কিন্তু কাগজে-কলমে নয়, বাস্তবে এই সনদ কীভাবে কার্যকর হবে—সেই নিশ্চয়তা পাওয়ার পরই আমরা স্বাক্ষর করব।’
তিনি আরও জানান, জুলাই সনদের তিনটি মূল দাবি বিবেচনায় নিলে এনসিপি আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে—জুলাই সনদের আদেশ শুধু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জারি করবেন, নোট অব ডিসেন্ট-এর কোনো কার্যকারিতা থাকবে না এবং সনদের বিষয়গুলো চূড়ান্ত করতে গণভোটের আয়োজন করা হবে।
প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে, ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রস্তাবিত বিষয়গুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে নাহিদ বলেন, ‘সেনাবাহিনীর সদস্যদের আদালতে আনা হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। তবে সারাদেশে ফ্যাসিবাদবিরোধী অভিযানে এখনো সমন্বিত পদক্ষেপ দেখা যাচ্ছে না। নির্বাচনের আগে বিচারকার্য কীভাবে সম্পন্ন হবে—সেই রোডম্যাপ প্রধান উপদেষ্টার কাছে আমরা চেয়েছি।’
ইসির আচরণে অসন্তুষ্টি জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ নয়। কিছু দলের প্রতি পক্ষপাত দেখানো হচ্ছে। তাই আমরা মনে করি, এখনই এই কমিশন পুনর্গঠন জরুরি।’জনপ্রশাসনে দলীয় প্রভাব প্রসঙ্গে নাহিদ বলেন, ‘আমরা শুনছি নিয়োগে বিভিন্ন দলের ভাগবাটোয়ারা চলছে। এ বিষয়ে সরকারকে সতর্ক করেছি।’
ছাত্র উপদেষ্টাদের বিষয়ে তিনি যোগ করেন, ‘যদি ছাত্র উপদেষ্টাদের কারও দলীয় সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলা হয়, তবে অন্যান্য দলের প্রস্তাবে যারা উপদেষ্টা পরিষদে আছেন, তাদের ক্ষেত্রেও একই মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত।’