তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:০৩, ২২ অক্টোবর ২০২৫

ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ শুরু করতে হবে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি বলেন, “দেশে নির্বাচিত সরকার ছাড়া ১৫ মাস ধরে চলছে। এই অনিশ্চয়তা অস্থিতিশীলতা তৈরি করছে। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।”
আমীর খসরু অভিযোগ করে বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারী থেকে আইনশৃঙ্খলা বাহিনী— কোথাও কোনো জবাবদিহিতা নেই। প্রশাসন ও শিক্ষাঙ্গনেও একই চিত্র দেখা যাচ্ছে। কারণ, বর্তমান সরকারের কোনো ম্যান্ডেট নেই।”
তিনি মনে করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকায় দেশের প্রত্যেক ক্ষেত্রে চাপ সৃষ্টি হয়েছে। “যাদের যাওয়ার কথা, তারা এখনো পদে বসে আছেন,” মন্তব্য করেন বিএনপির এই নেতা।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “নির্বাচন নিরপেক্ষ হতে হবে— কারণ নিরপেক্ষতাই নির্বাচনের প্রথম শর্ত। আমরা এতদিন ধরে নিরপেক্ষ নির্বাচনের দাবিতেই আন্দোলন করেছি। ধোঁয়াশা রেখে নির্বাচন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “সরকারের কিছু ব্যক্তি নিয়োগ ও পদায়নে প্রভাব খাটাচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। তারা দায়িত্বে থাকলে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক ভূমিকা পালন করতে পারবে না।”
আমীর খসরু মনে করেন, বর্তমান সরকারের এখন কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। “তাদের শুধু দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে মনোযোগী থাকা প্রয়োজন। বড় সিদ্ধান্ত নিলে সেটি প্রশ্নবিদ্ধ হবে,” বলেন তিনি।
বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করছে জানিয়ে তিনি বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বিশৃঙ্খলা চাই না। এখন সময় এসেছে জনগণের কাছে যাওয়ার, ইশতেহারে দাবিগুলো জানিয়ে।”
দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে আমীর খসরু বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ বরদাশত করা হবে না।”
শেষে তিনি বলেন, “শান্তিপূর্ণ পরিবর্তনই বিএনপির লক্ষ্য। তবে সরকারের ভেতরের কিছু লোকের কারণে পরিস্থিতি বিঘ্নিত হলে সেটি সরকারেরই সম্মানহানি ঘটাবে। তাই অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে।”