উপদেষ্টা থেকে যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:২৮, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:১১, ২২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের আন্তর্জাতিক কার্যক্রমে নতুন গতি আনতে দলে গুরুত্বপূর্ণ পুনর্গঠন করেছে। দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে এখন আনুষ্ঠানিকভাবে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) পদে পদায়ন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হলো। বিষয়টি সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে অবগত করা হচ্ছে।’
দীর্ঘদিন ধরে হুমায়ুন কবির বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে থেকে দলের নীতিনির্ধারণ ও কূটনৈতিক যোগাযোগে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাকে দলের আন্তর্জাতিক উইংয়ের নেতৃত্বে আনা হচ্ছে বিদেশে দলের ভাবমূর্তি ও কূটনৈতিক তৎপরতা জোরদার করার কৌশলের অংশ হিসেবে। বিশেষত ইউরোপ ও উত্তর আমেরিকায় বিএনপির নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রবাসী সমর্থকদের সঙ্গে কার্যকর যোগাযোগ গড়ে তোলার দিকটি এখন অগ্রাধিকার পাচ্ছে।
দলীয় সূত্র বলছে, আসন্ন নির্বাচন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দলের অবস্থান শক্ত করতে হুমায়ুন কবিরের অভিজ্ঞতা ও কূটনৈতিক দক্ষতা কাজে লাগাতে চায় বিএনপি।