রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

সেন্টমার্টিন ভ্রমণে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:০৭, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:৫৬, ২৩ অক্টোবর ২০২৫

সেন্টমার্টিন ভ্রমণে নতুন নির্দেশনা

সেন্টমার্টিন দ্বীপ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণ কার্যক্রমে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ–২ শাখা থেকে ১২ দফা নির্দেশনা সংবলিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব পর্যটন নির্দেশিকা, ২০২৩’–এর আলোকে এই নির্দেশনা কার্যকর হবে। এর লক্ষ্য হলো দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে দায়িত্বশীল ও টেকসই পর্যটন নিশ্চিত করা।

নৌযান ও টিকিটে কড়া নজর

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো নৌযানকে সেন্টমার্টিনগামী অনুমতি দিতে পারবে না।

পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোডবিহীন টিকিট অবৈধ হিসেবে গণ্য হবে।

সময়সূচি ও পর্যটকসংখ্যা সীমিত

⇒ নভেম্বর মাসে শুধুমাত্র দিনভ্রমণ করা যাবে—রাত্রিযাপন সম্পূর্ণ নিষিদ্ধ।

⇒ ডিসেম্বর ও জানুয়ারি মাসে সীমিত সংখ্যক পর্যটক রাত্রিযাপন করতে পারবেন।

⇒ ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

⇒ প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে প্রবেশের অনুমতি পাবেন।

নিষিদ্ধ কার্যক্রম 

→ সৈকতে রাতে আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ।

→ কেয়া বনে প্রবেশ, ফল সংগ্রহ বা বিক্রয়ও বন্ধ থাকবে।

→ সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক–ঝিনুকসহ যেকোনো জীববৈচিত্র্যের ক্ষতি করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

→ সৈকতে মোটরসাইকেল, সি-বাইক বা যেকোনো মোটরচালিত যান চলাচলও সম্পূর্ণ নিষিদ্ধ।

প্লাস্টিক ও পলিথিন নিষেধ

দ্বীপে পলিথিন বহন সম্পূর্ণ নিষিদ্ধ, আর একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক—যেমন চিপসের প্যাকেট, স্ট্র, চামচ, সাবান বা শ্যাম্পুর ছোট প্যাকেট, বোতলজাত পানি—বহন নিরুৎসাহিত করা হয়েছে।

পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক ও পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

টেকসই পর্যটনের লক্ষ্যে

সরকার আশা করছে, এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে। দ্বীপটি হয়ে উঠবে টেকসই পর্যটনের এক আদর্শ উদাহরণ।

পরিবেশবান্ধব ভ্রমণ বাস্তবায়ন বিষয়ে আজ এক সভা অনুষ্ঠিত হয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে। সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং ই–টিকেটিং সংস্থার প্রতিনিধিরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু