আমেরিকা থেকে সোজা তুলসীর বাড়িতে আসছেন বিল গেট্স!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:১৮, ২২ অক্টোবর ২০২৫

বলিউড বা টেলিভিশনের পর্দায় এমন মুহূর্ত সচরাচর দেখা যায় না—যেখানে বাস্তবের বিলিয়নেয়ার উদ্যোক্তা হাজির হন জনপ্রিয় ধারাবাহিকের সেটে! এবার ঠিক সেটাই ঘটতে চলেছে। আমেরিকা থেকে সরাসরি তুলসীর সংসারে প্রবেশ করতে যাচ্ছেন বিল গেট্স!
দীর্ঘদিন পর ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’ ধারাবাহিকের নতুন সিজনে ফিরেছেন স্মৃতি ইরানি। তুলসী চরিত্রে তার প্রত্যাবর্তন ইতিমধ্যেই দর্শকপ্রিয়তার নতুন রেকর্ড গড়ছে। সেই ধারাবাহিকের সাম্প্রতিক এক প্রোমোতে দেখা গিয়েছে, তুলসী ভিডিও কলে এক আমেরিকান অতিথির সঙ্গে কথা বলছেন এবং বলছেন, “জয় শ্রীকৃষ্ণ। খুব ভালো লাগছে জেনে, আপনি আমেরিকা থেকে সরাসরি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আপনার জন্য অপেক্ষা করছি।”
এই সংলাপ প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে—ভিডিও কলের ওপারে কি সত্যিই বিল গেট্স?
প্রোমোটি প্রকাশের পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে। দর্শকদের একাংশ মনে করছেন, মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেট্স নিজেই হাজির হবেন ধারাবাহিকের বিশেষ পর্বে, প্রযুক্তি ও শিক্ষায় তাঁর অবদানকে কেন্দ্র করে একটি বিশেষ দৃশ্যে।
ধারাবাহিকের প্রযোজনা সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, স্মৃতি ইরানি এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন—“এই পর্বটি ভারতীয় টেলিভিশনের ইতিহাসে একটি বিশেষ অধ্যায় হয়ে থাকবে। এমন অতিথি এর আগে কখনও আসেননি।”
দর্শকরা এখন অপেক্ষায়—বৃহস্পতিবার ও শুক্রবারের পর্বে আমেরিকা থেকে সত্যিই কি হাজির হবেন বিল গেট্স?