প্রথমবার জুটি বাধলেন বাপ্পারাজ-দীঘি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:১২, ২২ অক্টোবর ২০২৫

অভিনয়ে ফিরছেন জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। মেহেদী হাসান হৃদয়ের নির্মিত নতুন সিনেমার মাধ্যমে দীর্ঘ সময় পর অভিনয়ে প্রত্যাবর্তন করছেন বাপ্পারাজ। সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।
প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করছেন দুই প্রজন্মের এই দুই তারকা। সূত্র বলছে, ইতিমধ্যেই সুনামগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
তবে বিষয়টি নিয়ে এখনই কিছু জানাতে নারাজ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। ছবিটি সম্পর্কে জানতে চাইলে চিত্রনায়ক বাপ্পারাজ জানান, "আপাতত প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে কথা বলা নিষেধ আছে।"
সূত্র থেকে জানা যায়, বাপ্পারাজ ও দীঘিসহ বেশ ক’জন তারকা নিয়ে নির্মিত হচ্ছে "বিদায়"। ছবিটিতে চেয়ারম্যানের ভূমিকায় অভিনয় করছেন বাপ্পারাজ।
দেশে শুটিংয়ের পর কিছু অংশের শুটিং মধ্যপ্রাচ্যের একটি দেশে হওয়ার কথা রয়েছে। মূলত প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়াকে কেন্দ্র করেই ছবিটির গল্প।
বাপ্পারাজ ও দীঘি ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু। সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।