সিনেমা থেকে সরে যাওয়ার কারণ জানালেন শাকিল খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬:০১, ২২ অক্টোবর ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিল খান। ছবি: সংগৃহীত
নব্বই দশকের শেষ দিকে ঢাকাই চলচ্চিত্রে ঝলমলে এক নাম হয়ে উঠেছিলেন শাকিল খান। ‘আমার ঘর আমার বেহেশত’, ‘নারীর মন’, ‘বিয়ের ফুল’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘বর্ষা বাদল’, ‘বলোনা ভালোবাসি’, ‘সাথী তুমি কার’, ‘তোমাকেই খুঁজছি’— এমন অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন।
শাবনূর, পপি, পূর্ণিমা ও মৌসুমীর মতো তৎকালীন জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে জুটি বেঁধে তিনি ছিলেন এক সময়ের ব্যস্ত নায়ক। তার অভিনীত অনেক গানের দৃশ্য এখনো দর্শকের স্মৃতিতে অমলিন।
তবে সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা বেশিদিন স্থায়ী হয়নি। হঠাৎ করেই সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেন শাকিল খান। সম্প্রতি ২৪তম সিজেএফবি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নিজেই জানালেন, কেন সেই সময়ে চলচ্চিত্রজগৎ থেকে দূরে সরে গিয়েছিলেন।
শাকিল খান বলেন,আমার পরিবার সংস্কৃতিমনা, এটা সত্যি। কিন্তু তারা কোনো ধরনের অপসংস্কৃতি দেখতে চায় না। তখন ইন্ডাস্ট্রিতে অসামাজিক কার্যকলাপ চলছিল। তাই আমি ব্যাক টু প্যাভিলিয়নে চলে যাই— কোনো কাজ করিনি।
তার এই মন্তব্যে স্পষ্ট যে, ব্যক্তিগত মূল্যবোধ ও পারিবারিক আদর্শের কারণেই তিনি জনপ্রিয়তার শীর্ষ মুহূর্তে চলচ্চিত্র থেকে বিদায় নেন।
বর্তমানে তিনি সিনেমা থেকে দূরে থাকলেও ভক্তদের কাছে আজও নস্টালজিয়ার নাম শাকিল খান— নব্বইয়ের দশকের রোমান্টিক ঢালিউডের অন্যতম মুখ।