বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

তৃতীয় বিয়ে ও সন্তানের বাবা হলেন নগর বাউল জেমস

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭:২৬, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:০৪, ২২ অক্টোবর ২০২৫

তৃতীয় বিয়ে ও সন্তানের বাবা হলেন নগর বাউল জেমস

বাংলাদেশের ব্যান্ডসঙ্গীতের কিংবদন্তি শিল্পী, ‘নগর বাউল’ খ্যাত জেমস আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গত বছর। এ বছর সন্তানের পিতা হন। কনে আমেরিকা প্রবাসী নৃত্যশিল্পী নামিয়া আমিন, যিনি এখন নামিয়া আনাম নামে পরিচিত। এটি জেমসের তৃতীয় বিয়ে।

জানা যায়, ২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে জেমসের আমেরিকা ট্যুর চলাকালে তাদের পরিচয় হয়। স্থানীয় এক কনসার্টে প্রথম দেখা, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় ঘনিষ্ঠ সম্পর্কে। বাংলাদেশে ফেরার কিছুদিন পরই নামিয়া ভালোবাসার টানে ছুটে আসেন ঢাকায়। অবশেষে ২০২৪ সালের ১২ জুন দুজন গাঁটছড়া বাঁধেন।

বর্তমানে দম্পতি ঢাকার বনানীতে একসঙ্গে বসবাস করছেন। তাদের জীবনে সম্প্রতি এসেছে নতুন আনন্দের খবর—এ বছররে ৮ জুন নিউইয়র্কের হান্টিং টং হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান জিবরান আনাম।

জেমসের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দম্পতির সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও বোঝাপড়ায় ভরপুর। নামিয়া আমিন একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী, আমেরিকায় বেড়ে ওঠা এবং সেখানেই তাঁর পরিবারের স্থায়ী বসবাস। তার পিতা নুরুল আমিন ও মাতা নাহিদ আমিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাস করছেন।

এর আগে জেমসের প্রথম স্ত্রী ছিলেন চিত্রনায়িকা রথি, যার ঘরে তার দুই সন্তান—পুত্র দানিশ ও কন্যা জান্নাত। পরে তিনি বিবাহ করেন বেনজীর সাজ্জাদকে, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ডালাসে কন্যা জাহানকে নিয়ে বসবাস করছেন। পেশাগত কারণে ২০১৪ সালে জেমস ও বেনজীর আলাদা হয়ে যান।

নতুন জীবন নিয়ে আনন্দিত জেমস বলেন, `আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। সবাই দোয়া করবেন, আমি যেন সুরের পথেই থাকতে পারি।‘
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনার আইনজীবী চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি