বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

পরীমণি জন্মদিনের প্রথম কেক কাটলেন অর্কর সঙ্গে

বিনোদন ডেস্ক 

প্রকাশ: ১৮:০২, ২১ অক্টোবর ২০২৫

পরীমণি জন্মদিনের প্রথম কেক কাটলেন অর্কর সঙ্গে

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি প্রতি বছরই ধুমধাম করে নিজের জন্মদিন উদযাপন করেন। তবে এবারের আয়োজন একটু আলাদা। কারণ তিনি এবার দেশের বাইরে থাকবেন। তাই জন্মদিনের আগেই শুরু হয়ে গেছে উৎসব—আর প্রথম সারপ্রাইজটি এসেছে তার প্রিয় মেকআপ আর্টিস্ট অর্কর কাছ থেকে।

গতকাল রাতে অর্কের বাসায় পরীমণির জন্মদিনের প্রথম কেক কাটার আয়োজন হয়। অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টে সেই মুহূর্তের কথা জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন— `২৪ অক্টোবর আমার জন্মদিন। কিন্তু গতকাল রাতেই সেলিব্রেট করে ফেললো অর্ক! কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।‘

পরীমণি জানান, অর্কর সঙ্গে তার পরিচয় কাজের সূত্রে। কিন্তু সময়ের সঙ্গে গড়ে উঠেছে এক আন্তরিক সম্পর্ক। অভিনেত্রীর ভাষায়— `অর্ক খুব ভালো রান্না করে, ঢাকায় একা থাকে। আমি যে এলাকায় থাকি, ওর বাসাও সেখানে। একসঙ্গে থাকা-খাওয়ার মধ্য দিয়েই আমাদের বন্ধুত্ব গভীর হয়েছে। ও এখন আমার ছোট ভাইয়ের মতো—আহ্লাদি, আদুরে আর ভালোবাসায় ভরা।‘

তিনি আরও লেখেন, `ওর ছোট ছোট অনেক আবদার থাকে বারোমাস। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় গিয়েছিলাম। গিয়ে দেখি, কেক কাটা আর সারপ্রাইজ আয়োজন! আমি এত খুশি হয়ে গেছি রে অর্ক! সারাজীবন তোদের মতো মানুষদের সঙ্গে আমার আনন্দ ভাগাভাগি করতে চাই। এটা আমার এবারের জন্মদিনের প্রথম কেক, প্রথম উদযাপন।‘

আগামী ২৪ অক্টোবর পরীমণির জন্মদিন হলেও তার অনুরাগীদের জন্য উৎসব শুরু হয়ে গেছে আগেভাগেই। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই কেক কাটার ভিডিও ও ছবি, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।
 

আরও পড়ুন