খুলনায় গৃহবধূকে গলা কেটে হত্যা
ছাদের পানির ট্যাংক থেকে সন্দেহভাজন যুবক আটক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২১:৩০, ২১ অক্টোবর ২০২৫

খুলনার ফুলতলা উপজেলায় আছিয়া বেগম (৩৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার দূরসম্পর্কের আত্মীয় এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার দামোদর ইউনিয়নের হ্যাচারিপাড়া মোড়সংলগ্ন তার বাড়ী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত আছিয়া বেগম ওই এলাকার শহীদ মোল্লার স্ত্রী। ঘটনার পর পুলিশ নড়াইল সদর এলাকার রেজা কাজীর ছেলে মো. হোসেন কাজী নামে এক যুবককে আটক করেছে। তাকে বাড়ির ছাদের পানির ট্যাংকি থেকে উদ্ধার করা হয়। নিহত আছিয়া বেগম ও হোসেন কাজী দূরসম্পর্কের আত্মীয় ছিলেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বপরিচিত জনের হাতেই হত্যাকাণ্ডটি ঘটেছে। আটক হোসেন কাজীকে জিজ্ঞাসাবাদ চলছে।’
প্রতিবেশীরা জানান, দুপুরের দিকে আছিয়া বেগমের বাড়ি থেকে চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। পরে ঘরে গলা কাটা অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।