বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

ওয়ান ডে সিরিজ 

ক্যাচ মিসে ডুবলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩:০২, ২১ অক্টোবর ২০২৫

ক্যাচ মিসে ডুবলো বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১ রানে হারলো বাংলাদেশ। ছবি: সংগৃহীত

শেষ বলে তিন রান দরকার, হাতে একটি বল— নাটকীয় উত্তেজনা তখন মাঠে। সাইফ হাসানের করা বলটি উপরে তুলে দিলেন নতুন ব্যাটার খারি পিয়েরে। সহজ এক ক্যাচ ছিল সেটি, কিন্তু গ্লাভস ফসকালেন বাংলাদেশের উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। সেই এক ভুলেই জয় হাতছাড়া! দুই রান নিয়ে ম্যাচ সমতায় আনল ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে (তিন ফরম্যাট মিলিয়ে) এটি প্রথম টাই ম্যাচ— মোট ৮১৩ ম্যাচ পর এমন অভিজ্ঞতা। তবে ভাগ্য সহায় হয়নি সুপার ওভারে। মাত্র ১ রানে হেরে সিরিজে সমতা ফেরাল অতিথিরা।

মুস্তাফিজুর রহমানের করা ৬ বলে ১০ রান তোলে ক্যারিবীয়রা। রাদারফোর্ডের ব্যাটে আসে মূল অবদান। 
জবাবে ব্যাট করতে নামেন সৌম্য সরকার ও সাইফ হাসান। প্রথম বলেই ওয়াইড ও নো বল মিলে ৪ রান পেলেও শেষ পর্যন্ত ৬ বলে তুলতে পারেন মাত্র ৯ রান। আকিল হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ হাসি হেসেছে ওয়েস্ট ইন্ডিজ।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। শুরুটা ভালো হলেও মাঝপথে চাপে পড়ে দল।
৪১ রানের মধ্যেই ফেরেন সাইফ হাসান (১৬ বলে ৬) ও তাওহিদ হৃদয় (১৯ বলে ১২)।

এরপর শান্ত (২১ বলে ১৫) ও সৌম্য (৮৯ বলে ৪৫) কিছুটা প্রতিরোধ গড়লেও ইনিংস বড় করতে পারেননি কেউ।
শেষদিকে ব্যাট হাতে আগুন ঝরান রিশাদ হোসেন—১৪ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস। তাঁর ব্যাটে ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান করে বাংলাদেশ। অপরাজিত ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৫৮ বলে ৩২)।
ক্যারিবীয়দের পক্ষে গুড়াকেশ মোতি নেন ৩ উইকেট।

চেজ করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২১৩ রান তুলে ম্যাচ টাই করে ওয়েস্ট ইন্ডিজ।
নাসুম আহমেদের হাতে নতুন বল তুলে দিয়ে শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ—প্রথম ওভারের তৃতীয় বলেই এলবিডব্লিউ করেন ব্রেন্ডন কিংকে।
তবে আথানজে (৩৪) ও কেসি কার্টি (৩২) জুটি দলকে ঘুরিয়ে দেয়। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ১৩৩ রানে ৭ উইকেট পড়ে যায়।

শেষদিকে শাই হোপ (৫৩ অপরাজিত) একাই লড়ে যান। আকিল হোসেন (১৬) ফিরলেও তাঁর ব্যাটে ভর করেই ম্যাচ টাই করতে সক্ষম হয় উইন্ডিজ।

বাংলাদেশের পক্ষে বল হাতে নাসুম, রিশাদ ও মিরাজ নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট। কিন্তু সেই এক ক্যাচ মিসেই ম্যাচ হাতছাড়া।
দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ নির্ধারণী লড়াইয়ে নামবে দুই দল—সমর্থকদের আশা, এবার আর হাতছাড়া হবে না জয়ের হাসি।

আরও পড়ুন