মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

ট্রফি ফেরত চেয়ে পাকিস্তানের নকভিকে ভারতের চিঠি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯:৩৮, ২১ অক্টোবর ২০২৫

ট্রফি ফেরত চেয়ে পাকিস্তানের নকভিকে ভারতের চিঠি

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। ছবি: সংগৃহীত

এশিয়া কাপের পর মাঠে আচরণ ও মর্যাদার প্রশ্নে ফের বিতর্কে ভারতীয় ক্রিকেট দল। এবার নতুন বিতর্ক ঘিরে ট্রফি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চিঠিতে অনুরোধ করা হয়েছে—চ্যাম্পিয়ন ট্রফি ও খেলোয়াড়দের মেডেল যেন দ্রুত ভারতের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

গত ২৮ সেপ্টেম্বর সমাপ্ত এশিয়া কাপের ফাইনালে ভারত শিরোপা জেতে পাকিস্তানকে হারিয়ে। নিয়ম অনুযায়ী, এসিসি সভাপতি মহসিন নকভির হাত থেকেই বিজয়ী দল ট্রফি ও মেডেল গ্রহণের কথা ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি বলে নকভির হাত থেকে কোনো পুরস্কার নিতে অস্বীকার করেন।

ঘটনায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় মাঠে। দীর্ঘ সময় অপেক্ষার পর ট্রফি নিয়ে নকভি হোটেল কক্ষে ফিরে যান। সেই ট্রফিই এখনো ভারতীয় দলের কাছে পৌঁছায়নি।

ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া ‘ইন্ডিয়া টুডে’-কে জানান, তারা নকভিকে লিখিতভাবে জানিয়েছেন যে ট্রফি ও মেডেল মুম্বাইয়ের বোর্ড দপ্তরে পাঠাতে হবে।

তিনি আরও বলেন, “আমরা প্রথমে এসিসি সভাপতির কাছেই বিষয়টি তুলেছি। তিনি যদি সাড়া না দেন, তাহলে আইসিসির কাছে বিষয়টি উত্থাপন করা হবে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার হস্তক্ষেপ চাইবে ভারত।”

এশিয়া কাপ চলাকালীনই ভারতের আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। টসের সময় পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক। ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়রা মাঠে থেকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এলেও ভারতীয় দল সরাসরি ড্রেসিংরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

পাকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচেই একই রকম শীতল আচরণে কূটনৈতিক টানাপোড়েন ক্রিকেটেও ছড়িয়ে পড়ে।

বিশ্লেষকদের মতে, ক্রিকেট এখন দক্ষিণ এশিয়ার কূটনীতির অন্যতম প্রতিফলন ক্ষেত্র। নকভি পাকিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় তাঁর সঙ্গে ভারতের দূরত্ব আরও প্রকাশ্যে এসেছে। ট্রফি ও মেডেল বিতর্ক কেবল ক্রীড়াজগতের নয়, দুই দেশের রাজনৈতিক তাপমাত্রাও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন