বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

সরকারি অর্থে বিলাসবহুল জেট ক্রয় 

তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ২০:০৪, ২১ অক্টোবর ২০২৫

তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম

নিজের ও মন্ত্রণালয়ে শীর্ষ কর্মকর্তাদের ব্যবহারের জন্য সরকারি অর্থে বিলাসবহুল দুটি গালফস্ট্রিম জি-৭০০ জেট বিমান কিনে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। এই ক্রয়ে জনগণের করের মোট ১৭ কোটি ২০ লাখ ডলার ব্যয় হয়েছে। বিষয়টি ফাঁস হওয়ার পর তদন্তের দাবি উঠেছে মার্কিন কংগ্রেসে। এমনকি সরকারি জবাবদিহিতা দপ্তর (GAO) এ ঘটনার আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করারও প্রস্তাব দিয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নোয়েম নিজের ও মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের যাতায়াতের জন্য বিমান দুটি ক্রয়ের অনুমোদন দেন। তবে সিনেটের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু বিষয়ক কমিটির প্রধান সিনেটর চাক শুমার, এ ঘটনাকে ‘জনগণের অর্থের যথেচ্ছ অপব্যবহার’ হিসেবে উল্লেখ করে এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘যখন সাধারণ মার্কিন পরিবার খাবার ও ঘরোয়া পণ্য কিনতে হিমশিম খাচ্ছে, গাড়ির কিস্তি ও বিদ্যুতের বিল দিতে কষ্ট হচ্ছে, তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মনে করছেন বিলাসবহুল জেট কেনাই সবচেয়ে জরুরি!’

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিরাপত্তাজনিত কারণে এই জেট কেনা হয়েছে। ‘ 

তবে কংগ্রেসের বহু সদস্য এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন। হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি ও স্বরাষ্ট্র বিষয়ক উপকমিটি ইতোমধ্যেই মন্ত্রণালয়কে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে সব নথি ও আর্থিক বিবরণ চেয়েছে।

ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নোয়েম। এই বিমান কেনাকে ‘ট্রাম্প প্রশাসনের বিলাসী সংস্কৃতির ধারাবাহিকতা’ হিসেবে অনেকে দেখছেন ।

বিষয়টি এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে এটি রিপাবলিকান পার্টির জন্য বড় অস্বস্তির কারণ হয়ে উঠছে।


 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন