মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

দুর্নীতির দায়ে কারাগারে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮:৫৮, ২১ অক্টোবর ২০২৫

দুর্নীতির দায়ে কারাগারে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি

স্ত্রীর হাত ধরে নিকোলাস, ছবি : সংগৃহীত

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে অর্থনৈতিক দুর্নীতির মামলায় কারাগারে পাঠানো হয়েছে। দেশটির ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি কোনো অপরাধের দায়ে সরাসরি কারাভোগ শুরু করলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে নির্বাচনী প্রচারণার সময় অবৈধভাবে লাখ লাখ ইউরো তহবিল নেওয়ার অভিযোগে ফরাসি আদালত সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। এর মধ্যে তিন বছর কারাগারে এবং দুই বছর স্থগিত সাজা হিসেবে ঘোষিত হয়েছে।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সারকোজি। আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি রায়ের বিরুদ্ধে আপিল করেছেন, তবে ৭০ বছর বয়সে আপাতত প্যারিসের ঐতিহাসিক লা সান্তে (La Santé) কারাগারে রয়েছেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের সহযোগী নেতা ফিলিপ পেটেইন ১৯৪৫ সালে রাষ্ট্রদ্রোহের দায়ে কারাগারে যান। তার পর থেকে আজ পর্যন্ত কোনো ফরাসি প্রাক্তন রাষ্ট্রনেতাকে জেলে যেতে হয়নি। সারকোজিই সেই ৭০ বছর পরের প্রথম প্রেসিডেন্ট, যিনি অপরাধের দায়ে কারাগারে প্রবেশ করলেন।

অভিযোগ অনুযায়ী, ২০০৭ সালের নির্বাচনী প্রচারণার সময় সারকোজি লিবিয়ার নেতা গাদ্দাফির কাছ থেকে প্রায় ৫০ লাখ ইউরো গোপনে গ্রহণ করেছিলেন। এই অর্থ নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হয় বলে তদন্তে প্রমাণ মেলে। তদন্তকারীরা একে ‘রাষ্ট্রীয় পর্যায়ের দুর্নীতির জাল’ হিসেবে আখ্যা দিয়েছেন।

রায় ঘোষণার পর সারকোজির ঘনিষ্ঠরা একে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা’ বলে দাবি করলেও ফরাসি আদালত জানিয়েছে, এটি একটি স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার অংশ। ফ্রান্সে আইনের শাসন শক্তিশালী করার উদাহরণ হিসেবে এই রায়কে দেখছেন বিশ্লেষকেরা।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন